bengali sports news

Highlights

  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাটিং করার সময় মাথায় চোট পেয়েছিলেন উইকেটকিপার ঋষভ পন্থ
  • সেই কারণে পরে উইকেটকিপিংও করতে পারেননি তিনি
  • মাথায় লাগার কারণে রাজকোটে দ্বিতীয় ওয়ানডে খেলতে দলের সঙ্গে যাচ্ছেন না ঋষভ

মহানগর ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাটিং করার সময় মাথায় চোট পেয়েছিলেন উইকেটকিপার ঋষভ পন্থ। সেই কারণে পরে উইকেটকিপিংও করতে পারেননি তিনি। বিসিসিআই সূত্রে খবর, মাথায় লাগার কারণে রাজকোটে দ্বিতীয় ওয়ানডে খেলতে দলের সঙ্গে যাচ্ছেন না ঋষভ। অর্থাৎ তাঁর আঘাত যে বেশ গুরুতর তা বলাই বাহুল্য।

এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন,

‘আজ দ্বিতীয় ওয়ানডে খেলতে রাজকোট যাচ্ছে ভারতীয় দল। সেই দলের সঙ্গে যাবেন না ঋষভ। পরে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।’

কিন্তু কেন ঋষভ যাবেন না দলের সঙ্গে? তাঁর কি মাথায় আঘাত খুবই গুরুতর? ওই কর্তা জানান,

‘মাথায় আঘাত লাগলে নিয়মই হল ওই খেলোয়াড়কে কমপক্ষে ২৪ ঘণ্টা নজরদারিতে রাখা হয়। সেই কারণেই আজ পন্থকে রাজকোট যেতে দেওয়া হচ্ছে না।’

যদিও পন্থ দ্বিতীয় ওয়ানডেতে খেলবেন কিনা সে বিষয়ে ওই কর্তা সুস্পষ্টভাবে কিছু জানাননি।


উল্লেখ্য, গতকাল ভারতের ব্যাটিং ইনিংসের ৪৪তম ওভারে প্যাট কামিন্সের বাউন্সার পুল করতে গিয়ে পন্থের ব্যাটে লেগে মাথায় লাগে। ওই বলে ক্যাচ আউটও হয়ে যান তিনি। কিন্তু মাথার আঘাতের কারণে পরে কিপিং করতে পারেননি ঋষভ। বরং লোকেশ রাহুলকে উইকেটের পিছনে দাঁড়াতে হয়।

ম্যাচে ৩৩ বলে ২৮ রানের ইনিংস খেলেছিলেন পন্থ। যদিও শেষপর্যন্ত ম্যাচটি বেশ বিশ্রী ভাবেই হারে ভারত। দশ উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। এই প্রথম ভারতের মাটিতে ভারতকে দশ উইকেটে হারিয়ে ওয়ানডে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here