kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনি অবসর নেওয়ার পর ভারতীয় দলের উইকেটকিপারের দায়িত্ব কে নেবেন, এই নিয়ে কিছুকাল আগেও একটা ধোঁয়াশা থাকলেও বর্তমানে কিন্তু ঋষভ পন্থকেই সেই জায়গায় স্থান দেওয়া হয়েছে। শেষ কিছু সময়ে যথেষ্ট নজরকাড়া পারফর্ম করেছেন তিনি। ফলে ইন্ডিয়া টিমের এক নম্বর কিপার হিসেবে এখন তিনিই সঞ্জু স্যামসন বা ঋদ্ধিমান সাহাকে পেছনে ফেলে সবার আগে। তা সত্ত্বেও এখনই নিজেকে ধোনির উত্তরসূরি ভাবতে নারাজ তরুণ এই কিপার। বরং আপাতত নিজের পারফরম্যান্স নিয়েই মাথা ঘামাতে চান তিনি।

বুধবার পুরুষদের প্রসাধনী প্রস্তুতকারক এক সংস্থার প্রোডাক্ট লঞ্চ অনুষ্ঠানে কলকাতায় আসেন ঋষভ। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পন্থ বলেন,

‘ধোনিভাইয়ের উত্তরসূরি কিনা, সেই নিয়ে এখনই মাথা ঘামাতে চাই না। আমি আপাতত নিজের খেলায় ফোকাস করছি। আমায় আরও উন্নতি করতে হবে, বিশেষ করে ব্যাটিংয়ে। আপাতত, সেই জন্যেই পরিশ্রম করছি। বাকি কিছু নিয়ে ভাবছি না।’

আর কয়েকদিন পরেই ভারতের মাটিতে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ। সেই সিরিজে ওয়ানডেতে হয়তো ফের একবার দলে প্রত্যাবর্তন হবে মাহির। তবে টি-২০ সিরিজে খেলবেন হয়তো পন্থই। আর টেস্টে ঋদ্ধিমান সাহার সঙ্গে কিপারের পজিশন নিয়ে তাঁকে লড়াই করতে হবে।

‘দীর্ঘদিন পর ঘরের মাঠে আমরা কোনও সিরিজ খেলব। স্বাভাবিকভাবেই সমর্থকদের আমাদের দলের উপর অনেক বেশি প্রত্যাশা থাকবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোটা দল হিসেবে ভাল খেলার জন্য আমরা মুখিয়ে’, বলেন পন্থ।

সদ্য সমাপ্ত ক্যারিবিয়ান সফরে তিন ধরনের ফরম্যাটেই ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে ভারতীয় দল। সেই প্রসঙ্গে পন্থ জানান,

‘ক্যারিবিয়ান সফরটা আমাদের সকলের জন্য খুব ভাল গিয়েছে। আমরা একটা ম্যাচও সেখানে হারিনি। দলের সকলে যথেষ্ট ভাল পারফর্ম করেছে। ওই সফরের পারফরম্যান্স আমাদের ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস যোগাবে।’

উল্লেখ্য, বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নেন ধোনি। তারপরেই জানান, আগামী দু’মাস ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ট্রেনিং নেবেন তিনি। অনুমতি দেয় সেনাও। মাহি না খেলায় ক্যারিবিয়ান সফরে উইকেট রক্ষক হিসেবে দায়িত্ব সামলান ঋষভ পন্থ। উইকেটের পিছনে ক্যাচ ধরার নিরিখে মহেন্দ্র সিং ধোনির একটি রেকর্ডও ভাঙেন। তবে ব্যাট হাতে সেই ভাবে জ্বলে উঠতে পারেননি এই তরুণ তুর্কি।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here