bollywood news
মহানগর ওয়েবডেস্ক: ইরফান খানের মৃত্যু এখনো মানতে পারছে না দেশ। এরই মাঝে আরো বড় দুঃসংবাদ। প্রয়াত হলেন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর। দীর্ঘ দু’বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন হিন্দি সিনে জগতের এই বিখ্যাত অভিনেতা। এদিন মুম্বইয়ের হাসপাতালে জীবন যুদ্ধের লড়াই থেমে গেল তাঁর।
২০১৮ সালে ক্যান্সার ধরা পড়ার পর তিনি আমেরিকায় যান চিকিৎসার জন্য। সেখানে প্রায় এক বছর ধরে ক্যান্সারের চিকিৎসা করান ঋষি কাপুর। ২০১৯ সালেই আবারও মুম্বাই ফেরেন তিনি। কিন্তু বিগত কিছুদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ক্যান্সারের সঙ্গে সেই লড়াইয়ের ইতি হয়ে গেল আজ।বন্ধু ঋষির মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছেন বলিউডের অন্যতম সেরা অভিনেতা অমিতাভ বচ্চন। তিনি টুইট করে লিখেছেন, ‘ও চলে গিয়েছে, ঋষি চলে গিয়েছে। আমি ধ্বংস হয়ে গেছি’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here