ডেস্ক: উত্তর ২৪ পরগনার নিমতা থানার অন্তর্গত বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ওক জন। আশংকাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত দুই যুবকের নাম অভিষেক আচার্য্য (১৯) এবং শিবনাথ টুডু (১৯)।
শনিবার মধ্যরাতে বাড়ি ফেরার সময় বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, একটি বাইকে করে ওই তিনজন আরোহী যখন দক্ষিণেশ্বরের দিক থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল তখন উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী বালির লরি বাইকটিকে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয় এবং আশংকাজনক অবস্থায় এক কিশোর বাইক আরোহীকে উদ্ধার করে কামারহাটি সাগরদত্ত হাসপাতালে ভর্তি করে নিমতা থানার পুলিশ । আহত ওই কিশোরের নাম ঋত্বিক সিংহ (১৭) ।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ও আহতদের প্রত্যেকের বাড়ি দমদম এয়ারপোর্ট এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। মৃত দুই যুবকের দেহ ময়না তদন্তের পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ঘাতক ট্রাক। ট্রাকটির খ৯জ শুরু করা হয়েছে।