নিজস্ব প্রতিবেদক, কোচবিহার: স্কুলের বিরুদ্ধে একাধিক গাফিলতির অভিযোগ তুলে স্কুলের প্রধান শিক্ষকের বদলির দাবিতে কোচবিহার জেলার মাথাভাঙায় পথ অবরোধ করল ছাত্রছাত্রীরা। শুক্রবার দুপুর ১২টা থেকে কুত্তিকাটা ধরনীকান্ত উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই পথ অবরোধ করে। ছাত্রছাত্রীদের এই অবরোধের জেরে কোচবিহার-শিলিগুড়ি যান চলাচল দীর্ঘক্ষন বন্ধ ছিল।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই মাথাভাঙার কুত্তিকাটা হাইস্কুলে ছাত্রছাত্রীদের স্নগে শিক্ষকদের ঝামেলা চলছিল। গত ১১ জুন ছাত্রছাত্রীরা স্কুলে ব্যাপক ভাঙচুর করে। ক্লাস ঘরের পাশাপাশি প্রধান শিক্ষকের গাড়িতেও ভাঙচুর করে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর আজ তারা মাথাভাঙার শিকারপুরে পথ অবরোধ করে। তাদের অভিযোগ, স্কুলে বেআইনিভাবে গাছ কাটা হচ্ছে। মিড ডে মিলের অবস্থা খুব খারাপ। সাইকেল স্ট্যান্ডের অবস্থা ভালো নয়। স্কুলের ভেতর রাজনীতি চলে। তাই প্রধান শিক্ষকের বদলির দাবিতে পথ অবরোধ করা হয়েছে। খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ এলেও অবরোধ তুলতে রাজি হয়নি। যদিও বিষয়টি নিয়ে স্কুলের প্রধানশিক্ষক কোনো মন্তব্য করতে চাননি।