ডেস্ক: দেশজুড়ে বেড়ে চলা ধর্ষণের ঘটনার প্রতিবাদের রাস্তায় নামল All India DSO কোচবিহার জেলা কমিটির সদস্যরা। এদিন কোচবিহার শহরে পথ অবরোধ করে তারা। অবরোধ তুলতে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ৷
শুক্রবার দুপুর ১টা ৩০ নাগাদ DSO–র পক্ষ থেকে কোচবিহার শহরে মিছিল বের করে৷ হরিশপাল চপথি এলাকায় পোঁছে তারা পথ অবরোধ করে। অবরোধ তুলতে কোচবিহার কোতওয়ালি থানার আইসি সমীর পালের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী৷ পুলিশের সঙ্গে DSO সদ্যদের ধস্তাধস্তি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লাঠিচার্জ করে পুলিশ। ৩০ মিনিট পর অবরোধ তুলে নেয় তারা। তবে ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ সুত্রে খবর।
All India DSO কোচবিহার জেলা কমিটির সম্পাদক স্বপ্ন কুমার বর্মণ বলেন, ‘দেশ জুড়ে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। পাশাপাশি, কোচবিহার জেলার সুটকাবাড়ি, আলিপুরদুয়ার ভোলারডারির ঘটনার প্রতিবাদের এদিন পথ অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছিল।’ তবে পুলিশের লাঠিচার্জ নিয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি৷ অভিযোগ করে বলেন, এদিন দলের মহিলা সদস্যদের সঙ্গে পুলিশ অভব্য আচরণ করেছে৷