নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর: ফাঁকা বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের 8 নম্বর মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোপিটা এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম নির্মল গোলদার। জানা গিয়েছে, ওই নাবালিকার মা অসুস্থ থাকার কারণে গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি আছেন।
এদিকে শুক্রবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মুখে গামছা বেঁধে টাঙ্গন নদীর ধারের জঙ্গলে নিয়ে যায় নির্মল। সেখানে সে ওই নাবালিকার ওপর পাশবিক অত্যাচার চালায়। এরপর সে ধর্ষণ করে ওই নাবালিকাকে। পাশাপাশি বিষয়টি কাউকে জানালে ওই নাবালিকাকে প্রাণে মারার হুমকি দেয় অভিযুক্ত নির্মল গোলদার।
ঘটনার পর ওই নাবালিকা কোনও ভাবে বাড়িতে ফিরে এসে কাঁদতে কাঁদতে বিষয়টি সকলকে জানায়। এরপর তাকে নিয়ে কুশমণ্ডি থানায় যান পরিবারের লোকজন। ওই নাবালিকার অভিযোগের ভিত্তিতে কুশমণ্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
যদিও নাবালিকার দাদার অভিযোগ আইনানুগ ব্যবস্থা না গ্রহণ করে কুশমণ্ডি থানার পুলিশ বিষয়টি ‘মীমাংসা’ করে নেওয়ার পরামর্শ দিচ্ছে। কিন্তু, অবিলম্বে মূল অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে নাবালিকার পরিবার।