ডেস্ক: ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করতেই ভারতে আগমন ইরানের রাষ্ট্রপতি হাসান রৌহানির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর স্পষ্ট, ক্রমশ বাড়তে থাকা ভারতীয় বাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশের। প্রাথমিকভাবে বৈঠকের পর জানা গিয়েছে বিনিয়োগ, প্রাকৃতিক সম্পদ, যোগাযোগ ও প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিরাপত্তা বিষয়ক আলোচনা করেছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। প্রধানমন্ত্রী ছাড়াও রৌহানির সঙ্গে বৈঠক করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ইরান প্রেসিডেন্টের এই সফর ভারতের জন্য বেশ গুরুত্ব পেতে চলেছে, কারণ হায়দরাবাদে মক্কা মসজিদে মুসলিমদের সভায় রৌহানি বলেন, তেল, প্রাকৃতিক গ্যাস এবং সম্পদ ভারতে রপ্তানি করতে রাজি ইরান।
- মার্কিন নিষেধাজ্ঞার কারণে আটকে থাকা চাবাহার বন্দরের বিষয়টি নিয়ে আলোচনা করেন মোদী-রৌহানি।
- ওয়েল গ্যাস কর্পোরেশন নিয়েও আলোচনা হয় দুই নেতার মধ্যে।
- ভারতকে তেল, প্রাকৃতিক গ্যাস এবং সম্পদ রপ্তানি করতে রাজি হয়েছে ইরান।
- ভূটান ও নেপালের পর ইরানের যোগাযোগ ব্যবস্থার পরিকাঠামোর উন্নতির ক্ষেত্রেও ভারতীয় মুদ্রায় ইরানে বিনিয়োগ করবে দিল্লি।
- দুই দেশের মধ্যে ভিসা সংক্রান্ত সমস্যা নিয়েও আলোচনা হয়। ভারতের তরফে সহযোগিতার আশা প্রকাশ করেন রৌহানি।
- সন্ত্রাসবাদের দোহাই দিয়ে আমেরিকায় যাওয়ার ক্ষেত্রে কয়েকটি মুসলিম দেশের উপর ট্রাম্পের আরোপ করা নিষেধাজ্ঞার নিন্দা করেন রৌহানি, ইসলাম ধর্মের ভিত্তি ভালবাসা।