national bengali news

নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া: মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূকে গন ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে বাঁকুড়া সদর থানার কমলাডাঙা এলাকায়। শনিবার ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে বাঁকুড়া সদর থানার পুলিশ দুজনকে গ্রেফতার করে। মানসিক ভারসাম্যহীন নিযার্তিতা মহিলার চিকিৎসা চলছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে।
জানা গিয়েছে, বাঁকুড়ার জগন্নাথবাটি গ্রামের মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূ শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বের হন। স্বামী ফিরে এসে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এর আগেও অনেকবার কাঞ্চনপুরের বাপের বাড়িতে কাউকে কিছু না বলেই চলে গিয়েছিলেন ওই মহিলা। বাপের বাড়ি কাঞ্চনপুর এবং শ্বশুরবাড়ি জগন্নাথবাটি দুটি পাশাপাশি গ্রাম। সেই কারণেই এবারও তার স্বামী বাপের বাড়ির দিকেই গিয়েছে ভেবে রাস্তায় খোঁজাখুঁজি শুরু করে। বিস্তর খোজাখুজি করার পরে পরিবারের লোকজন ওই মহিলাকে অর্ধনগ্ন অবস্থায় একটি ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পরিবারের লোকজনের লিখিত অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বাঁকুড়া সদর থানার পুলিশ স্থানীয় বলরামপুর গ্রামের বাসিন্দা উৎপল ঘোষ ও প্রদীপ ঘোষ নামে দুজনকে গ্রেফতার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here