মহানগর ওয়েবডেস্ক: ইমরান খানকে ধন্যবাদ জানালেন খোদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে (আরএসএস)-র নেতা! শুনতে অবাক লাগলেও এদিন এমনটাই ঘটেছে। রাষ্ট্রসংঘের মঞ্চে ভারত ও আরএসএসকে তুলোধনা করেছেন ইমরান। আর এই জন্যই আরএসএস নেতা কৃষ্ণ গোপাল ধন্যবাদ জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী।
রাষ্ট্রসংঘের সাধারণ সভার মঞ্চে পাকিস্তানের নামও মুখে আনেননি নরেন্দ্র মোদী। অন্যদিকে ইমরান পুরোটা সময়ই কাশ্মীর ইস্যু নিয়ে নিজের পাঁচালি পড়েছেন। আরএসএস ও নরেন্দ্র মোদী সরকারকে গালমন্দ করতেও পিছুপা হননি। এই বক্তব্যের প্রেক্ষিতে সংঘ নেতা কৃষ্ণ গোপাল শনিবার বলেন, ‘আরএসএস মানে কেবলই ভারত। আমাদের বিশ্বের অন্যত্র কোনও শাখা নেই। আরএসএস ও ভারত সমার্থক। আমরাও চাই, বিশ্ব ভারত ও আরএসএসকে একইভাবে দেখুক। পাকিস্তান যদি সংঘকে ঘৃণা করে, তবে তারা ভারতকেও ঘৃণা করছে।’
শুধু তাই নয়, ইমরানকে খোঁচা মেরে তিনি আরও বলেন, আমরা (আরএসএস) কিছু না করেই যখন এত খ্যাতি পাচ্ছি তখন আশা করব পাকিস্তানের প্রধানমন্ত্রীও এটা করা বন্ধ করবেন না। ‘আমরা চাই যেন ভারত ও আরএসএসকে গোটা বিশ্ব একই নজরে দেখে, কারণ পৃথকভাবে আমাদের কোনও অস্তিত্ব নেই।’ বলেন কৃষ্ণ গোপাল।
প্রসঙ্গত, শুক্রবার রাষ্ট্রসংঘের মঞ্চে কথা বলতে উঠে নরেন্দ্র মোদীর তুলনা কার্যত হিটলারের সঙ্গে করেন ইমরান। তিনি বলেন, ‘মোদী আজীবন আরএসএসের সদস্য। এই আরএসএস হিটলার-মুসোলিনির আদর্শে তৈরি হওয়া একটি সংগঠন। আরএসএস ভারত থেকে মুসলিমদের মুছে ফেলার তত্ত্বে বিশ্বাসী। আরএসএসের প্রতিষ্ঠাতা গোলওয়ালকর ও সাভারকর সম্পর্কে গুগল করে দেখুন। এদের এই ঘৃণার নীতিই মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল। এমনকী কংগ্রেসের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছিলেন, আরএসএস ক্যাম্পে জঙ্গি তৈরি হয়। এই জঙ্গিরাই গুজরাট দাঙ্গার সময় ২ হাজার মানুষকে মেরে ফেলেছিল।’