kolkata bengali news
Parul

মহানগর ওয়েবডেস্ক: দেশজুড়ে ঘটে চলেছে একের পর এক গণপিটুনির ঘটনা৷ প্রশাসন নানা সতর্কবার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিলেও থামছে না হিংসা৷ গত এক দু বছরে যতগুলি গণপিটুনির ঘটনা ঘটেছে তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই নাম জড়িয়েছে হিন্দুত্ববাদী সংগঠন গুলির৷ নাম জড়িয়েছে বজরঙ্গ দলেরও৷ তবে এপ্রসঙ্গে প্রথমবার মুখ খুলল আরএসএস৷ রাষ্ট্রীয় স্বয়ং সেবকের প্রধান মোহন ভাগবত জানালেন, কোনওধরণের হিংসাকে প্রশ্রয় দেয় না আরএসএস৷ গণপিটুনির মত নক্ক্যরজনক ঘটনাকে সমর্থন করেন না তারা৷

ads

দিল্লিতে একজন বিদেশী সাংবাদিকদের নেওয়া সাক্ষাতকারে ভাগবত বলেন, গণপিটুনির মত ঘটনায় যদি কোনও আরএসএসের কর্মী জড়িত থাকে তাহলে তাকে সংগঠন বর্জন করবে তাকে৷ কারণ আইন সবার জন্যই এক হওয়া উচিত৷ এই সাংবাদিক বৈঠকে ছিলেন ৩০টি দেশের মোট ৮০ জন সাংবাদিক৷ উপস্থিত ছিলেন আরএসএস নেতা সুরেশ যোশি,কৃষ্ণনগোপাল সহ অন্যান্যরা৷

গত বছর থেকে দেশে বেড়েছে গণপিটুনির ঘটনা৷ কখনও ছেলেধরা সন্দেহে তো কখন গরুপাচারাকারী সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বহু মানুষকে৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছেলেধরা গুজবের জেরেও উন্মত্ত জনতার হাতে মার খেয়ে প্রাণ হারিয়েছেন বহু যুবক৷ গণপিটুনি রুখতে রাজ্যে রাজ্যে কড়া ব্যবস্থা নিয়েছে সরকার৷ পশ্চিমবঙ্গে তৈরি করা হয়েছে গণপিটুনি প্রতিরোধ বিল৷ যাতে সর্বোচ্চ শাস্তি রয়েছে মৃত্যুদণ্ড৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here