মহানগর ওয়েবডেস্ক: দ্বিতীয় টেস্টের পুনরাবৃত্তি রাঁচি টেস্টেও। ভারতীয় বোলারদের দাপটে তৃতীয় দিনেই শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। তাও আবার মাত্র ১৬২ রানে। প্রথম ইনিংসে ৩৩৫ রানের লিড ভারতের। উমেশ-জাদেজাদের দাপটে লাঞ্চের বিরতিতেই হাফ ডজন উইকেট পরে গিয়েছিল প্রোটিয়াদের। আর বাকি চার উইকেট দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগেই নিয়ে নেন ভারতীয় বোলাররা। বিশাল লিড থাকায় দক্ষিণ আফ্রিকাকে ফলো অন করানোর সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি
দ্বিতীয় দিন ভারতের স্কোর যখন ৯ উইকেটে ৪৯৭, তখন ডিক্লেয়ার করার সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট। ভারতের ব্যাটিংয়ের মূল ভিতটা গড়ে দিয়েছিল রোহিত ও রাহানে জুটিই। তড়িঘড়ি ৩ উইকেট হারানোর পর ইনিংস সামলে দেন এই দুই ব্যাটসম্যান। টেস্টে নিজের প্রথম দ্বিতীয় শতরান করার পর ২১২ রানে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। রাহানে ১১৫ রান করে আউট হন। জাদেজাও অল্প সময়ের জন্য ভালই খেলে দেন। ৫১ করেন তিনি। ঋদ্ধি করেন ২৪। তবে সবথেকে ঝড়ো ব্যাটিং এদিন করতে দেখা যায় উমেশ যাদবকে। মাত্র ১০ বলে ৩১ রান করে বিশ্বরেকর্ড করেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে চটজলদি দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। এলগার ও ডি’কক-কে দ্রুত সাজঘরে ফেরান শামি ও উমেশ। ভারতীয় বোলাররা মাত্র ৫ ওভার হাত ঘোরানোর পরই খেলা বন্ধ করে দিতে হয়। দ্বিতীয় দিনের শেষে দুই উইকেট হারিয়ে ৯ রান করে দক্ষিণ আফ্রিকা। আট উইকেট ও ৯ রান পুঁজি নিয়ে তৃতীয় দিন ব্যাট কোর্টে নামেন হামজা ও ডু’প্লেসি। কিন্তু সকালে প্রথম ঘণ্টাতেই উমেশের বল নাড়িয়ে দেয় ফাফের (১) উইকেট। যদিও এরপর কিছুটা প্রতিরোধ গড়েন বাভুমা ও হামজা। দুইজনে মিলে ৯১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এরপরেই স্পিনারদের নিয়ে আসেন কোহলি, আর তাতেই কেল্লা ফতেহ। জাদেজা ও নাদিমের ঘূর্ণিতে বোকা বনে ফিরে যান হামজা (৬২), বাভুমা (৩২), ক্লাসেন (৬)। শেষদিকে জর্জ লিন্ডে বেশ একটু লড়াই করলেও ৩৭ রানে তাঁকে ফেরান উমেশ। এরপর রাবাডা (০), পিডেট (৪) নর্থজে (৪) শুধু আয়ারাম গ্যায়ারাম। ৫৭ তম ওভারে ১৬২ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ভারতের হয়ে তিন উইকেট উমেশের, দুটি করে উইকেট শামি, নাদিম ও জাদেজার।
#TeamIndia enforce the follow-on.
Live – https://t.co/aHgpd1BT6z #INDvSA pic.twitter.com/W2G8PcJinX
— BCCI (@BCCI) October 21, 2019