kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: বিশ্বকাপের ফাইনালে এক অদ্ভুত নিয়ম দেখেছিল গোটা ক্রিকেট বিশ্ব। সুপার ওভার টাই হয়ে যাওয়ায় বেশি বাউন্ডারি মারার অবাক করা নিয়মে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। সেই নিয়ে অনেক জলঘোলার পর সম্প্রতি সেই নিয়মটি বাতিল করে দিয়েছে আইসিসি। আর আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি ক্রিকেটের ভগবান শচীন তেন্ডুলকর। হবেন নাই বা কেন? তিনিই তো সবার প্রথমে এই নিয়মের বিরোধিতা করেছিলেন।

এক টুইটে তিনি জানান,

‘আমার মনে হয় এই পদক্ষেপটা দরকার ছিল। আমি মনে করি না যখন দুই দলের মধ্যে যখন কোনও ভাবে কোনও একটি দলকে সেরা বাছা যাচ্ছে না, তখন এই নিয়ম থাকা দরকার।’

প্রসঙ্গত, সোমবার আইসিসির সাধারণ বৈঠকের পর এক বিবৃতিতে জানানো হয়, ‘গ্রুপ স্টেজের খেলায় যদি সুপার ওভারের পরেও ম্যাচের ফয়সালা না হয়, তাহলে ওইখানেই খেলার শেষ। কিন্তু সেমিফাইনাল বা ফাইনালে যতক্ষণ না খেলার কোনও ফয়সালা হচ্ছে, ততক্ষণ সুপার ওভার চলতে থাকবে।’

যদিও দেরিতে বোধোদয়ের জন্য আইসিসিকে খোঁচা দিতে ছাড়েননি নিউজিল্যান্ডের জিমি নিশাম, ক্রেগ ম্যাকমিলানরা।

অন্যদিকে, বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর সৌরভ গাঙ্গুলিকে শুভেচ্ছা জানিয়েছিলেন শচীন। টুইটারে তিনি লেখেন,

‘বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য তোমাকে অনেক শুভেচ্ছা দাদি। আমি আশা রাখি তুমি ভারতীয় ক্রিকেটের সেবা অনবরত ভাবে আগের মতই করে যাবে। তোমার নতুন দলের জন্য অনেক শুভকামনা।’

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here