kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: শেষ পাঁচ দিনের ধুমধাম, হৈহুল্লোড়ের পর আজ একাদশীর দিন শান্তির ঘুম চন্দননগরের। প্রতিবারের মতোই দুর্গাপূজার একমাস পরেই জগতজননী জগদ্ধাত্রী মায়ের আরাধনায় মেতে উঠেছিল গঙ্গার পশ্চিম পাড়ের সাবেক এই ফরাসি উপনিবেশ। বৃহস্পতিবার ছিল সেই জগদ্ধাত্রী পূজার দশমী। প্রথামাফিক চন্দননগর শহরের বুক দিয়ে চলে যাওয়া জিটি রোড ও স্ট্র্যান্ড রোড দিয়ে আয়োজন করা হয়েছিল আলোকসজ্জায় সজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা বা প্রসেশন (‘কার্নিভাল’ কিন্তু নয়)। আর সেই শোভাযাত্রা দেখে এবার মন্ত্রমুগ্ধ স্বয়ং ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকরও। নিজের ফেসবুক একাউন্টে এবারের চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আলোক শোভাযাত্রার ভিডিও পোস্ট করলেন তিনি।

জগদ্ধাত্রী পূজার মূল আকর্ষণই হল বিশালাকার প্রতিমা ও সুসংঘবদ্ধ দশমীর শোভাযাত্রা। এবছর প্রায় ৭৬টি বারোয়ারি এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল। প্রত্যেক বারওয়ারীরই চেষ্টা ছিল আলোর কারিকুড়িতে অন্যকে মাত দেওয়ার। কেউ তাদের আলোর মাধ্যমে ফুটিয়ে তুলেছিল আমাজনের জঙ্গল, কেউ বা রাস্তা দিয়ে হাটিয়েছিল বিশাল আলোর তৈরি ইঁদুর, হাতি, হাঁস। ছিল চন্দ্রযান -২ ও। তবে শচীন তেন্ডুলকরের চোখ টেনে নেয় একটি বারোয়ারির আলোকসজ্জা। তারা এবার আলোর মাধ্যমে কুর্নিশ জানিয়েছিল ভারতীয় বায়ুসেনাকে। সেই অনন্য ভিডিওটিই নিজের ফেসবুকে শেয়ার করেছেন মাস্টার ব্লাস্টার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here