news bengali

মহানগর ওয়েবডেস্ক: শুক্রবার ৪৭ বছরে পা দিলেন শচীন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়া শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন তিনি। করোনা যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে মাস্টারব্লাস্টার এ বছর বিশেষ দিনটি পালন করছেন না ঠিকই, কিন্তু ১০০ সেঞ্চুরির মালিককে শুভেচ্ছা জানাতে কার্পণ্য করেননি তাঁর প্রাক্তন সতীর্থরা।
সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ, ও বীরেন্দ্র শেহওয়াগের সঙ্গে জীবনের প্রায় অর্ধেকটা সময় কাটিয়েছেন শচীন। মাঠে ও মাঠের বাইরে তাঁরা অভিন্ন হৃদয়ের বন্ধু। ফলে শচীনের জন্মদিনে তাঁরা বিশেষ কিছু লিখবেন না, সেটা হয় না।
সৌরভ টুইটে শচীনের সুস্বাস্থ্য কামনা করেছেন। শেহওয়াগ বলছেন, শচীন দেখিয়েছেন যে কঠিন সময়ের কাটিয়েই জয়ী হওয়া যায়। এখানেই তাঁর মাহাত্ম্য। ভিভিএস বলছেন যে, শচীন অনুপ্রেরণা ছিলেন এবং থাকবেন।

গত বুধবার এক শচীন ঘনিষ্ঠ সংবাদসংস্থা পিটিআইকে জানান,”অতিমারীর মধ্যে কোনওরকম সেলিব্রেশন করতে চায় না শচীন। ও মনে করছে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং পুলিশের মতো করোনা যোদ্ধাদের সম্মান জানানোর এটাই সেরা সময়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here