Sachin Tendulkar's Birthday Wish For Aamir Khan
আমিরের জন্মদিনে মন ছুঁলেন শচীন

মহানগর ওয়েবডেস্ক: ৫৫ বছরে পা দিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’৷ সোশাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন আমির খান৷

বলিউডের তিন খানের অন্যতম সেরা অভিনেতাকে বিশেষ দিনে শুভেচ্ছা জানালেন শচীনতেন্ডুলকর৷ মাস্টারব্লাস্টারের শুভেচ্ছাবার্তাটা একটু অন্যরকম৷ তিনি লিখলেন, “শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু আমির সিং চাড্ডা”৷

শচীন সুকৌশলেই আমিরকে তাঁর আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’-র জন্যও অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দিলেন৷ আমির বছরে একটা করেই ছবি করেন আর বক্সঅফিসে ঝড় তুলে দেন৷ নিজের চরিত্রের প্রয়োজনে লুকস নিয়ে এক্সপেরিমেন্ট করতে সিদ্ধহস্ত আমির৷ চলতি বছরের শেষেই আসছে তাঁর প্রযোজনায় ‘লাল সিং চাড্ডা’৷

অস্কার জয়ী হলিউড ক্লাসিক ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক হলেও লাল সিং চাড্ডায় দর্শকদের জন্য একাধিক টুইস্ট রাখছেন আমির৷ জোর কদমে চলছে শুটিংয়েরও কাজ৷ ইতিমধ্যে আমিরের মাথায় পাগড়ি, গালভর্তি দাড়ির লুকস সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷

শুধু শচীনই নন, আমিরকে এদিন শুভেচ্ছা জানিয়েছেন অজিঙ্ক রাহানেও৷ ভারতীয় দলের ভরসামান টেস্ট ব্যাটসম্যান লিখলেন, “অভিনেতার থেকেও একজন ভাল মানুষ আমির খান৷ জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল৷”

আমির ফি-বছর ১৪ মার্চ দিনটায়  কেক কেটে সাংবাদিক সম্মেলন করে নিজের জন্মদিন পালন করেন৷ কিন্তু জানা যাচ্ছে এবার করোনার জেরেই সেলিব্রেশনের পথে হাঁটেননি৷ যদিও মুখে সেকথা না-বলে শুটিংয়ের ব্যস্ততাই দেখিয়েছেন তিনি৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here