Parul

মহানগর ডেস্ক: কোর্টে হাজিরা না দিতে পারার জন্য পায়ে চোটের অজুহাত দিয়েছিলেন। বেশিরভাগ সময়েই হুইলচেয়ারে বসে থাকতে দেখা যেত তাকেই। অথচ এক দরিদ্র পরিবারের বিয়ে বাড়িতে অতিথি হিসেবে গিয়ে দু হাত তুলে নাচতে দেখা গেল মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত মধ্যপদেশের বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরকে।

ads

ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রজ্ঞা নিজে যে শুধু দু হাত তুলে পুরোদমে নাচছেন তাই নয়, পাশাপাশি থাকা বাকীদেরকেও নাচের জন্য আহ্বান জানাচ্ছেন। সম্প্রতি ভাইরাল সেই ভিডিওটি টুইট করেছেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা শৈলেন্দ্র সালুজা।

 

প্রসঙ্গত বহুবার বিতর্কিত মন্তব্য করার জন্য শিরোনামে উঠে আসা প্রজ্ঞা ঠাকুর ২০০৮ সালে মুম্বাই থেকে ২০০ কিমি দূরে মালেগাঁও স্থিত একটি মসজিদে বিস্ফোরণ ঘটানোর দায়ে অভিযুক্ত হন। উক্ত ঘটনায় ৬ জন প্রাণ হারান এবং ১০০ জনের ওপর আহত হন। ঘটনার বিচার চলাকালীন তিনি দীর্ঘ ৭ বছর জেলেও ছিলেন। ২০১৭ সালে জামিন পাওয়ার পর তিনি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটেই সাংসদ নির্বাচিত হন। জামিন পাওয়ার পর থেকে বহুবার তিনি শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে কোর্টে হাজিরা দেওয়া থেকে বিরত থেকেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here