ডেস্ক: বিমল মিত্রের উপন্যাস ”সাহেব বিবি গোলাম” কে শ্রুতি নাটকের মাধ্যমে ফিরিয়ে আনলেন বাংলা সাহিত্যের সংগঠন ‘অভিব্যাক্তি’। যেটি প্রতিষ্ঠিত করেছিলেন রঞ্জনা ভঞ্জ। গত ৭ এপ্রিল কলকাতায় রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয়েছিল এই শ্রুতিনাটকটি। এই অনুষ্ঠানে মূল অংশগ্রহনকারী শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন শঙ্কর চক্রবর্তী,অলোক রায় ঘটক,রঞ্জনা ভঞ্জ,সাতিনাথ মুখোপাধ্যায়,দেবাশিষ বসু,শঙ্কর রায়চৌধুরি,সৌমিত্র বসু, কাজল সুর,অরিন্দম বসু, জগন্নাথ বসু, সুমনা ভাদুড়ি এবং সর্বরী মুখার্জী।
এই উপন্যাসে গল্পটি হল বিলাসবহুল জীবন যাপন ও সামন্ততান্ত্রিক পরিবারের ক্ষয়ের বিবরন। এই গল্পের মুখ্য চরিত্র পটেশ্বরি ওরফে ছোট বউ ভালোবাসার জন্য, সে নিজেকে বারবার আবিস্কার করতে চাইত নতুন দাম্পত্য জীবনের খোঁজে। কারন তাঁর স্বামী ছিল নেশায় বিভোর। শ্রুতিনাটকটি লিখেছেন শ্রীমতি রঞ্জনা ভঞ্জ। সুর দিয়েছেন উৎসব ভঞ্জ এবং আবহ সঙ্গীত দিয়েছেন শান্তনু বন্দোপাধ্যায়।