Highlights |
|
|
|
|
মহানগর ওয়েবডেস্ক: আর মাত্র দু’দিন বাকি। শুক্রবার মুক্তি পেতে চলেছে ‘দাবাং ৩’। জোরকদমে প্রচারে লেগে পড়েছেন সলমান খান এবং তাঁর গোটা ‘দাবাং’ টিম। শুধু ভারতেই নয়, গোটা বিশ্বে সলমান খানের ভক্তরা রয়েছেন। আর সেই ভক্তদের মধ্যে অভিনেতার এক ‘পাগল’ ফ্যানের কীর্তি দেখে অনেকেই অবাক হয়েছেন। ‘দাবাং ৩’ ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য সলমানের দুই পাগল ভক্তরা একাই ২৫০টি টিকিট কিনলেন!
And The Tradition Continues… #SalmanKhanFanclub Jammu (J&K) has Again Booked 100 Tickets For #Dabangg3 FIRST DAY FIRST SHOW On #20thDecember! ?
——————————————————————–
Courtesy – Admin –: rohit arora pic.twitter.com/EuQHIFoBkJ— Sαнιℓ Khan (@iBeingSahilkhan) December 16, 2019
জম্মু-কাশ্মীরে সলমানের ফ্যান ক্লাবের তরফ থেকে এক ব্যক্তি একাই ‘দাবাং ৩’-এর ১০০টি টিকিট কিনে ফেললেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে টিকিট কেনার পুরো ছবিটি তুলে ধরা হয়েছে। তবে এখানেই শেষ নেই, সলমানের আরও এক ভক্তের কীর্তি দেখেও অবাক হতে হয়। মুম্বইয়ের এক বাসিন্দা বিজয় ‘দাবাং ৩’ দেখার জন্য ১৫০টি টিকিট কিনলেন। অবশ্য এইসব কাণ্ড ‘ভাইজান’-এর অনুরাগীদের জন্য কোনও নতুন ব্যপার নয়। কিছুদিন আগেই গ্যালেক্সি অ্যাপার্টমেন্টের সামনে সলমানের এক মহিলা ভক্ত তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য বাইরে অপেক্ষা করেছিলেন। কোনও রকমে সেই খবর অভিনেতার কানে চলে যায়। আর এরপরেই ওই মহিলার সঙ্গে ছবি তুলতে তিনি বাইরে আসেন। ‘দাবাং ৩’-তে সলমান ছাড়াও রয়েছেন সোনাক্ষী সিনহা, সাই মাঞ্জরেকর এবং কিচা সুদীপ। পরিচালনা করেছেন প্রভু দেবা।