ডেস্ক: বলিউডে অন্যতম পপুলার অভিনেতা হলেন সলমান। তাঁর সিনেমা মানেই হাউসফুল। মুক্তির আগে থেকেই সলমানের সিনেমার টিকিট বুক হয়ে যায় এখন। তাই তাঁর নাম বলিউডের ভাইজান। তবে তাঁর ফ্যানেদের কাছে আরও বড় খবর। সূত্র মারফত জানা গিয়েছে, ফোর্বসের ২০১৮ তালিকায় ধনী ব্যক্তিদের মধ্যে নাম উঠে এসেছে সলমানের। ২০১৭-১৮ অর্থবর্ষে তাঁর মোট আয় ২৫৩.২৫ কোটি টাকা। কার্যত তিনবার নিজের এই জায়গা ধরে রেখেছেন সল্লু মিয়াঁ। সলমানের পরেই এই তালিকায় আছেন বিরাট কোহলি। তাঁর আয় ২২৮.০৯ কোটি টাকা। তিন নম্বর স্থানে আছেন অক্ষয় কুমার। মেয়েদের মধ্যে প্রথম ও তালিকায় চতুর্থ স্থানে আছেন দীপিকা পাডুকোন। তাঁর মোট আয় ১১৪ কোটি টাকা। এই তালিকাতেই এক ধাক্কায় ১৩ নম্বরে পৌছে গিয়েছেন শাহরুখ খান। মোট ৫৬ কোটি টাকা আয় করে পিছিয়ে পরেছেন কিং খান।
প্রিয়াঙ্কা চোপড়ার স্থান রয়েছে ৪৯ নম্বর স্থানে। দক্ষিণী অভিনেত্রীদের মধ্যে একমাত্র নয়নতারা’র নাম আছে এই তালিকায়। সলমান আপাতত ব্যস্ত তাঁর আগামী সিনেমা ‘ভারত’-এর শ্যুটিং নিয়ে। আলি আব্বাস জাফরের পরিচালনায় ফের বড়পর্দায় ফিরতে চলেছে সলমান ও ক্যাটরিনা জুটি। দক্ষিণ কোরিয়ার পুরস্কার জয়ী সিনেমা ‘ওড টু মাই ফাদার’-এর হিন্দি রিমেক হল ‘ভারত’। সলমান, ক্যাটরিনা ছাড়াও এই সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে জ্যাকি শ্রফ, দিশা পাটানি, সুনিল গ্রুভারকে। আগামী বছর ঈদে মুক্তি পাবে ‘ভারত’।