ডেস্ক: কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে সলমান দেশের প্রতিটি রাজ্যে নিজের উদ্যোগে সিনেমা হল খুলতে চলেছেন। ‘সলমান টকিজ’ নামে সিনেমা হল খুলতে আগ্রহী ছিলেন সলমান। সেই প্রজেক্ট এখন বিশ বাঁও জলে। তবে দেশের মানুষকে ফিট রাখার পণ করেছেন সলমান। এমনিতেই দেশের বিভিন্ন প্রান্তে নিজের কোম্পানি ‘বিয়িং হিউম্যান’-এর মাধ্যমে জামা,সাইকেল ও জুয়েলারী সামগ্রী লঞ্চ করেছেন সলমান। এবার সূত্র মারফত জানা গিয়েছে যে নিজের কোম্পানির মাধ্যমে বাজারে জিম করার সামগ্রী আনতে চলেছেন সলমান।
ইতিমধ্যেই ভারতের সবচেয়ে বড় ফিটনেস কিট প্রদানকারী কোম্পানি জেরাই ফিটনেসের লভ্যাংশ কিনে নিয়েছেন সলমান। এবার সেই কোম্পানির মাধ্যমে ভারতের বাজারে ফিটনেস সামগ্রী আনতে চলেছেন সলমান। বলিউডে ফিট নায়কদের মধ্যে তাঁর নাম সবার উপরে আসে। সলমানের ইচ্ছা ভারতের প্রতিটি রাজ্যে এই ফিটনেস সামগ্রীর দোকান খুলে দিয়ে মানুষের কাছে যাতে নায্য দামে এই কিট পৌছানো যায়। এদিন মুম্বইতে এই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছেন সলমানের কোম্পানি ‘বিয়িং হিউম্যান’।