ডেস্ক: অভিনেত্রী হিসাবে এখনও বড়পর্দায় সেভাবে সুযোগ পাননি দিশা পাটানি। এযাবৎ মোট দুটি সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছে দিশাকে। ‘বাঘি-২’ সিনেমার বক্স অফিস সাফল্যর পরে এবার সলমানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বলিউডের এই হটডিভাকে। এই সিনেমাতে কার্যত অ্যাকশন করতে দেখা যাবে দিশাকে। সূত্র মারফত আগেই জানা গিয়েছিল, ‘ভারত’ সিনেমায় একজন টারপেজের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
এই বিষয়ে দিশা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ”২০১৮ আমার জন্য লাকি ছিল। আমি কাজ ছাড়া কিছুই বুঝি না। আমার অভিনীত দুটি সিনেমাই ১০০ কোটি টাকার ব্যবসা করেছে। ‘বাঘি-২’ কিংবা ‘এমএসধোনি-দ্য আনটোল্ড স্টোরি’ বক্স অফিসে ব্যাপক সফলতা পায়। কিন্তু ‘ভারত’ সিনেমা আমার হৃদয়ের খুব কাছের। যখনই শুনেছিলাম সলমানের বিপরীতে অভিনয় করতে হবে তখন থেকেই আমি আনন্দে ছিলাম। এই সিনেমাতে আমার চরিত্রটি খুব চ্যালেঞ্জিং ছিল। আমি খুব খুশি এই সিনেমাতে অভিনয় করতে পেরে”। বলিউডে দুটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে বক্স অফিসে রেকর্ড সৃষ্টি করে। তৃতীয় সিনেমাটি কতটা সফল হয় সেটাই দেখার। বলিউডে সবচেয়ে চর্চিত তারকা হলেন দিশা। ফিটনেসের দিক দিয়ে বলিউডে অন্যতম হট ফেভারিট হলেন দিশা। ‘ভারত’ সিনেমায় দিশা ও সলমান ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাব্বু,ক্যাটরিনা কাইফ, জ্যাকি শ্রফ ও সুনীল গ্রুভারকে। আগামী বছরে ঈদে মুক্তি পাবে ‘ভারত’।