ডেস্ক: গোটা ভারতে সলমান খানের জনপ্রিয়তা তুঙ্গে। তাঁকে একঝলক দেখার জন্য পাগল হয়ে ওঠেন তাঁর ফ্যানেরা। তাঁকে দেখার জন্য অনেকেই পাগলামি করেন। তবে এবারে এই পাগলামিটা একেবারে আলাদা। সূত্রের খবর, মধ্যপ্রদেশের এক কিশোরী বাড়ি থেকে পালিয়ে ট্রেনে করে চলে আসেন মুম্বই। তারপর কিছু না ভেবেই সলমান খান-এর গ্যালাক্সির বাড়িতে পাঁচিল টপকে বাড়িতে ঢুকে পড়েন। ইচ্ছা ছিল সলমান খানের কাছে পৌছানো। কিন্তু শেষমেশ সেটা হয়নি। সলমান খান এর রক্ষীরা তাঁকে আটকে দেন।
স্থানীয় পুলিশ এর হাতে তাঁকে তুলে দেওয়া হয়েছে। পুলিশ তাঁকে হোমে পাঠিয়েছেন। সূত্রের খবর, মেয়েটির বাড়ি ভোপালে। রবিবার নিজের বাড়িতে কাউকে কিছু না বলে সোজা মুম্বই চলে আসে। সলমান নাকি তাঁর স্বপ্নের পুরুষ। তাই মধ্যপ্রদেশ থেকে ট্রেনে চেপেই সে এসেছে তাঁর সঙ্গে দেখা করতে। মেয়েটির কাছ থেকে আধার কার্ড পাওয়া গেছে। সেই সূত্রে মেয়েটির বাড়ির লোকের সাথে যোগাযোগ করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মেয়েটিকে একটি চিলড্রেনস হোমে পাঠিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, মেয়েটিকে নিতে মুম্বই আসছে কিশোরীর বাবা-মা।