Highlights
|
মহানগর ওয়েবডেস্ক: সম্প্রতিই জানা গিয়েছিল ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে নিজেদের জাতীয় দলের ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। জানা গিয়েছে, স্টার স্পোর্টসের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি আগেই করে ফেলায় বাংলাদেশের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।
সঞ্জয় বাঙ্গার নিজে জানিয়েছেন, ‘আমায় আট সপ্তাহ আগে বাংলাদেশের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমি আগেই স্টার স্পোর্টসের সঙ্গে চুক্তি করে ফেলেছি। তবে অবশ্যই ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকব।’
উল্লেখ্য, এই মুহূর্তে প্রাক্তন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান নীল ম্যাকেঞ্জি সীমিত ওভারের খেলায় বাংলাদেশের ব্যাটিং পরামর্শদাতা। বাঙ্গারকে টেস্ট ক্রিকেটে ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে বিসিবির মুখ্য এক্সিকিউটিভ নিজামুদ্দিন চৌধুরি জানিয়েছিলেন, ‘আমরা টেস্ট ব্যাটিং কনসালটেন্ট হিসাবে বাঙ্গারের সঙ্গে কথা বলেছি৷ যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি৷ শুধু বাঙ্গারই নয়, আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলছি৷’
২০১৪-২০১৯ পর্যন্ত মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলিদের ব্যাটিং পরামর্শদাতা ছিলেন বাঙ্গার৷ কিন্তু আইসিসি-র ইভেন্টে (চ্যাম্পিয়ন্স ট্রফি ও পঞ্চাশ ওভারের বিশ্বকাপ) ভারতের ব্যর্থতার জন্য তাঁকেও আসামীর কাঠগড়ায় তোলা হয়েছিল৷ কারণ ব্যাটিং অর্ডারের চার নম্বর জায়গটায় কাউকে তিনি চূড়ান্ত করতে পারেননি৷