Parul

ডেস্ক: একসাথে তাঁদের জুটি দিয়েছে অনেক সিনেমা। প্রত্যেকটি সিনেমা হয়েছে হিট। ‘পদ্মাবত’, ‘রাম-লীলা’, ‘বাজিরাও মাস্তানি’ ইত্যাদি সিনেমা হয়েছে সুপারহিট। তাই সঞ্জয় লীলা বানশালি, দীপিকাকে নিজের লাকি চাম মনে করেন। নিজের সিনেমাতে অন্য নায়িকাদের স্থান নেই। সেই নিয়ে নতুন কিছু নয়। তবে এটা শোনা যাচ্ছে যে সঞ্জয় লীলা বানসালি আবারও একটি পিরিয়ড ড্রামা বানাতে চলেছেন। যেখানে মুখ্য ভূমিকায় ও নায়িকার চরিত্রে দেখা যাবে দীপিকাকে। যেহেতু সঞ্জয় লীলা বানশালির সাথে দীপিকা পাডুকোনের অদ্ভূদ এক রসায়ন সিনেমার হিট করাতে সাহায্যে করে।

ads

তাই নিজের যে কোন সিনেমায় নায়িকা হিসাবে প্রথম নির্বাচন দীপিকাকে করেন। তবে এখনও পর্যন্ত কোন পক্ষই এটা শিকার করেনি। চিত্রনাট্যের উপর কাজ চলছে এখনও সূত্র মারফত জানা গিয়েছে। দীপিকার হাতে আপাতত একটি কমেডি সিনেমা আছে। দীর্ঘদিন পরে দীপিকাকে দেখা যাবে কমেডি সিনেমাতে। তবে সঞ্জয় লীলা বানশালির আগামী সিনেমা নিয়ে মুখিয়ে থাকবে দর্শকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here