ডেস্ক: একের পর এক ফ্লপের বন্যা বইছে রণবীর কাপুরের ফিল্মি ক্যারিয়ারে। সেই সময় তাঁর আগামী সিনেমা ‘সঞ্জু’ ক্যারিয়ারে মোড় ঘোরানোর অন্যতম টেক্কা হতে পারে বলে সমালোচকরা মনে করছেন। কিন্তু অপরদিকে এই সিনেমার পরিচালক রাজকুমার হিরানি জানিয়েছেন যে রণবীর কাপুরের পাশাপাশি আমির খানেরও এই সিনেমায় অভিনয় করার কথা ছিল। ‘সঞ্জু’ সিনেমায় সঞ্জয় দত্তের বাবা সুনিল দত্তের চরিত্রে আমিরকে অভিনয় করানোর কথা চিন্তাভাবনা করেছিলেন রাজকুমার। কিন্তু আমির সেই সময় দঙ্গল সিনেমা নিয়ে ব্যস্ত থাকায় এই অফারটি ফিরিয়ে দেন। তাই সেই জায়গায় পরেশ রাওয়ালকে বেছে নেন পরিচালক।
এই প্রসঙ্গে রাজকুমারের বক্তব্য ”আমি যে কোন চিত্রনাট্যে লিখলে সেটা প্রথমে আমিরের সঙ্গে আলোচনা করেনি।” আগামী মাসের ২৯ তারিখ নাগাদ মুক্তি পাবে সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’। যেখানে রণবীর কাপুর ও পরেশ রাওয়াল ছাড়াও দেখা যাবে মণীশা কৈরালা,দিয়া মির্জা,অনুষ্কা শর্মা ও সোনম কাপুরকে। এই সিনেমায় নার্গিস দত্তের চরিত্রে দেখা যাবে মণীশাকে ও মান্যতা দত্তের চরিত্রে দেখা যাবে দিয়া মির্জাকে। ইতিমধ্যেই এই সিনেমার একটি গান মুক্তি পেয়েছে।