মহানগর ওয়েবডেস্ক : গত শনিবার এনসিবি অফিসারদের জেরার মুখে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন সারা আলি খান। টানা ৪ ঘন্টা মুম্বইয়ের এনসিবি দফতরে জিজ্ঞাসাবাদ করা হয় সইফ কন্যাকে। সেখানেই নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নিয়ে সারা জানান সুশান্ত তার সম্পর্কে সৎ ছিলেন না।
বলিউডের মাদক যোগ ও তার সঙ্গে সুশান্ত মামলার তদন্ত করছে এনসিবি। তদন্তের সময়ে রিয়া চক্রবর্তীর বয়ানের ভিত্তিতে সারার সঙ্গে সুশান্তের সম্পর্কের কথা জানতে পারে তদন্তকারী অফিসাররা।
গত শনিবার সারা জানিয়েছেন ‘কেদারনাথ’ ছবির সেট থেকেই দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। এমনকি সুশান্তের সঙ্গেই থাইল্যান্ডে বেড়াতে যাওয়ার কথাও স্বীকার করেছেন সারা। তবে সেখানে গিয়েও ড্রাগ নিতেন সুশান্ত। এই নিয়ে সারার সঙ্গে বিবাদ হয়।