Home Latest News হেরেও আসানসোলের মন জয় সায়নীর, ‘প্রশাসনিক পদে সায়নীকেই চাই’ উঠছে ধ্বনি

হেরেও আসানসোলের মন জয় সায়নীর, ‘প্রশাসনিক পদে সায়নীকেই চাই’ উঠছে ধ্বনি

0
হেরেও আসানসোলের মন জয় সায়নীর, ‘প্রশাসনিক পদে সায়নীকেই চাই’ উঠছে ধ্বনি
Parul

মহানগর ডেস্কঃ প্রথমবার নেমেছিলেন ভোটের ময়দানে। প্রশ্ন ছিল, তারকা তকমা ঝেড়ে ফেলে কতটা মিশতে পারবেন সাধারণ মানুষের সঙ্গে। আসানসোল দক্ষিণ থেকে দাঁড়িয়ে ভোটে হেরে গিয়েছেন তৃণমূলের এই প্রার্থী। কিন্তু মন জয় করে ফেলেছেন সাধারণ মানুষের।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন সায়নী। ভোট প্রচারে আসানসোলের স্মৃতি ভাগ করে নিয়েছেন ভিডিও কোলাজের মাধ্যমে। নিজের ফেসবুক প্রোফাইল থেকেই ভিডিওটি করেছেন শেয়ার। সায়নী যেমন আসানসোলের দিনগুলোকে ভুলতে পারছেন না, তেমনই তাঁকে ভুলতে পারছেন না আসানসোলের আমজনতা। তিনিই যেন ট্রাজিক নায়ক। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের কাছে তিনি পরাজিত হয়েছেন ৪ হাজার ভোটে। কিন্তু হেরে গিয়েও তিনি যেন ‘বাজিগর’।

সায়নীর প্রচারের বহু মুহূর্ত উঠে এসেছিল সংবাদমাধ্যমে। মাটির ভাঙা ঘরে যেমন প্রবেশ করেছিলেন, তেমনই ভোট প্রচারে নেমেছিলেন কয়লা খনিতে। বিগত এক মাসে সাধারণ মানুষের ‘ঘরের মেয়েটি’ হয়ে উঠেছিলেন তিনি। এখন তারা চাইছেন সায়নী আসুক প্রশাসনিক পদে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here