নিজস্ব প্রতিবেদক: ভুয়ো ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে নদীয়ার সীমান্তবর্তী বাংলাদেশি মুসলমানদের নাম। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা সায়ন্তন।
বিতর্কিত মন্তব্যের জন্য বরাবরই উঠে এসেছে সায়ন্তনের নাম। তিনি বলেন, পার্টির কর্মকর্তাদের ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করতে হবে।
আরও বলেন, সাড়ে ৫০০ কোটি টাকা দিয়ে একজনকে নিয়ে আসা হয়েছে তৃণমূলকে জেতানোর জন্য। ‘আমরা ক্ষমতায় এসে তার কাছ থেকে সাড়ে ৫০০ কোটি টাকা উশুল করব। জনগণের মধ্যে বিলি করে দেবো।’ এমনও দাবি করেন।
বলেন, আগামী ১৯ শে ডিসেম্বরের পর আর তৃণমূলে কেউ থাকবে না শুধু কালীঘাটের দুজন থাকবে।
কৃষ্ণনগর শক্তি নগর হাই স্কুল মাঠে :চায় পে চর্চা’- য় এসে আক্রমণাত্মক ভঙ্গিতে এমনই বলেন বিজেপি নেতা সায়ন্তন বসু।