ডেস্ক: দেশের নিরাপত্তার জন্য আধার কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে মতোবিরোধ থাকলেও। আধার যে মানুষের নিজস্বতায় অনধিকার প্রবেশ করতে পারে তার কিছু চিত্র ইতিমধ্যেই উঠে এসেছে। তার ফলস্বরুপ ইতিমধ্যেই আধার মামলার বিড়ম্বনায় কেন্দ্রীয় সরকার। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যানকার্ড, মোটকথা সমস্ত সরকারি ক্ষেত্রে আধার যোগ নিয়ে একাধিক প্রশ্ন থাকলেও, এবার মোবাইলের সঙ্গে আধার যোগ নিয়ে নিজেদের বক্তব্য স্পষ্ট করল শীর্ষ আদালত।
মোবাইল ফোনের সঙ্গে আধার সংযুক্তিকরণ নিয়ে কেন্দ্রের নির্দেশনামার বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন বরিষ্ঠ আইনজীবী রাকেশ দ্বিবেদি। বুধবার শীর্ষ আদালতে আধার সংক্রান্ত সেই মামলার শুনানিতে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্পষ্ট জানিয়ে দিলেন, মোবাইল সিমের সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক এমন কোনও নির্দেশ শীর্ষ আদালত দেয়নি। বুধবার সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে চলছিল আধার মামলার শুনানি। সেখানেই বিচারপতি বলেন, ‘লোকনীতি ফাউন্ডেশন মামলায় কখনও মোবাইল ফোনের সিমকার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক বলে কোনও নির্দেশ দেয়নি আদালত। অথচ কেন্দ্রের নির্দেশনামায় তেমনই বলা হয়েছে।’ বিচারপতি আরও বলেন, ‘২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি আদালত কেন্দ্রীয় সরকারকে যে নির্দেশ দেয় তা বুঝতে ভুল করেছে কেন্দ্র।’