kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করেছে কেন্দ্র৷ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবতের মতে, এর ফলে কাশ্মীরিদের উন্নতি হবে৷ তাঁদের চাকরি হারানো কিংবা জমি হারানোর ভয় পেতে হবে না৷ কিছুদিন আগেই রাজস্থানের পুস্করে আরএসএসের ৩ দিনের বার্ষিক সম্মেলন হয়৷ সেখানে কাশ্মীর থেকে রামমন্দির – বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়৷ আজ আরএসএস সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরএসএস প্রধান জানান, ৩৭০ ধারা বাতিলের ফলে কাশ্মীরের উন্নতির পথে অন্তরায় সব বাধাকে সরিয়ে দেওয়া গেছে৷ বহুদিন ধরে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের দাবি জানিয়ে এসেছে আরএসএস৷ কেন্দ্র কাশ্মীর পুনর্গঠন বিল আইনে পরিণত করেছে৷ ফলে জম্মু কাশ্মীর ও লাদাখ ২ টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে৷ কেন্দ্রের এই পদক্ষেপ সমর্থন করেছে আরএসএস৷

আরএসএস প্রধানের সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক সুরেশ ভাইয়াজি যোশী৷ তিনি জাতি ভিত্তিক সংরক্ষণ, সমকামিতা ও অসমের এনআরসি নিয়ে জবাব দেন৷ তাঁর মতে, এনআরসি মানে কোনও মানুষকে উত্খাত করা নয়৷ যাঁরা দেশের প্রকৃত নাগরিক নন, তাঁদের চিহ্নিত করাই এই প্রক্রিয়ার লক্ষ্য৷ নাগরিক সংশোধনী বিলে তাঁদের সমর্থনের কথা বলেন তিনি৷ তাঁর কথায়, বিশ্বে ভারত ছাড়া হিন্দুদের জন্য আর কোনও জায়গা নেই৷

একইসঙ্গে গোরক্ষার নামে গণপ্রহারের নিন্দা করেন তিনি৷ তাঁর মতে, যেকোনও হিংসা নিন্দনীয়৷ কোনও সংঘ সমর্থক দোষী প্রমাণিত হলে আইনের ঊর্ধ্বে নন বলে জানান তিনি৷ সম্প্রতি অসমে এনআরসি –র চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। সংঘ চায় সারা দেশে এনআরসি চালু করা হোক। এই নিয়েও কিছুদিন আগে পুস্করে আরএসএসের বৈঠকে আলোচনা হয়৷ পুস্করে ৩ দিনের এই কনক্লেভে কাশ্মীর ও রামমন্দির নিয়ে মূলত আলোচনা হয়৷ রামমন্দির নির্মাণের পক্ষে বারবার সওয়াল করে এসেছে সংঘ পরিবার৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here