kolkata news

 

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই নোটিশকে বিয়ের বাড়ির ‘নিমন্ত্রণপত্র’ বলে কটাক্ষ করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। নদিয়ার কল্যাণীর ঋত্বিক সদনে বামেদের নির্বাচনী কর্মীসভায় যোগ দিতে আসেন মহম্মদ সেলিম। সেখানে তিনি সিবিআই নোটিশ নিয়ে এমন মন্তব্য করেন।

তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই হানার পর উত্তাল রাজ্য রাজনীতি। এই প্রসঙ্গে সেলিম সাহেব বলেন, ‘ভোট এলেই ঝাঁপি থেকে সাপ বের হয়। ধরতে হলে এখনই ধরুক। তামাশা কেন হচ্ছে? এগুলো নাটক ছাড়া আর কিছু নয়।‘ তিনি আরও বলেন, ‘এটা ইডি, সিবিআই-এর নোটিশ নয়, এটা বিয়ে বাড়ির নিমন্ত্রণপত্র।‘

এছাড়া কোকেন-কাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিং-য়ের বাড়িতে পুলিশি হানা প্রসঙ্গে সেলিম সাহেব বলেন, ‘পুলিশ হচ্ছে পা চাটা দালাল। অপরাধীদের ধরার বদলে অপরাধীদের পাহারা দিচ্ছে। তৃণমূল করলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পেছনে লাগবে। আর বিজেপি করলে রাজ্য পুলিশ পেছনে লাগবে।‘

কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে সেলিম সাহেব শাসক দল ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। এদিন মঞ্চে বক্তব্য রাখেন সিপিএমের অলকেশ দাস ও শান্তনু ঝা।  এদিনের এই কর্মিসভায় ছাত্র-যুবদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here