মহানগর ওয়েবডেস্ক:‘ নারদায় মির্জা, সারদায় রাজীব- রাজনীতিকদের ছেড়ে এবার বিজেপির টার্গেট রাজ্যের আমলারা৷ আর এই নিয়েই মমতার সঙ্গে দর কষাকষি করছে পদ্ম শিবির৷’ বৃহস্পতিবার মির্জার গ্রেফতারের পরে এমনটাই প্রতিক্রিয়া প্রাক্তন বাম সাসংদ মহম্মদ সেলিমের৷
এই সিপিএম নেতার প্রশ্ন,, ‘শুধু অফিসারদের ধরা হবে?কোন রাজনৈতিক নেতাদের ধরা হবে না? অফিসাররাই সফট টার্গেট!’’ উল্লেখ্য নারদকাণ্ডের তদন্তে বৃহস্পতিবার প্রথম গ্রেফতার করল সিবিআই। জেরায় সন্তুষ্ট না হয়ে গ্রেফতার করা হয়েছে বর্ধমানের তত্কালীন পুলিশ সুপার এসএমএইচ মির্জাকে।
নারদাকাণ্ডকে বরাবর জালি বলে দাবি করে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়৷ সেলিম জানান, উনি লোকসভা ভোট প্রচারে গিয়ে আবার বলেছিলেন আগে জানলে তিনি নারদার অভিযুক্তদের টিকিট দিতেন আনষ আবার বললেন সিডিটাই জালি৷ তাঁর এহেন বক্তব্যকে সেলিমের ‘চোরের মায়ের বড় গলা ’বলেই মনে হয়েছে৷ তংআর সোজা কথা, আমলাদের ধরার চেয়ে এইসব দুর্নীতির মূল মাথাদের ধরা উচিত৷
মুকুল-শঙ্কুদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? এনিয়ে আশঙ্কাপ্রকাশ করেছেন সিপিএম নেতা। সেলিমের বক্তব্য, বিজেপিতে গিয়েছেন বলে মুকুল রায়, শঙ্কুদেব পণ্ডা ও শোভন চট্টোপাধ্যায়ের অপরাধ কি লঘু হয়ে গেল? মমতার হয়ে মুকুল নিজাম প্যালেসে সব কাজ করেছিলেন। এখন কি মুকুলই সিবিআই-কে নির্দেশ দিচ্ছেন? রাজ্যে সিবিআই-কে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। বিজেপি ঠান্ডা ঘরে বসে মমতার সঙ্গে দর কষাকষি করতে চাইছে। এমনটাই মনে করেন সেলিম৷