ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সিপিআই-এর প্রবীণ নেতা ও রাজ্য সম্পাদক প্রবোধ পাণ্ডা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। পার্টি সূত্রে খবর, মঙ্গলবার ভোরে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় প্রবোধবাবুর দেহ। কলকাতায় দলের রাজ্য সদর দপ্তরে থাকতেন প্রবোধবাবু। চিকিৎসকদের খবর দেওয়া হলে তাঁরা এসে প্রবোধবাবুকে মৃত ঘোষণা করেন।
ছোটবেলা থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন প্রবোধবাবু। ১৯৪৬ সালের ৭ ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুরে জন্ম নেন তিনি, ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পূর্বে দীর্ঘদিন পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রার্থী সন্ধ্যা রায়ের কাছে পরাজিত হন প্রবোধবাবু।
জানা গিয়েছে, দীর্ঘদিন যাবত সুগারে ভুগছিলেন প্রবোধবাবু। তাঁর মৃত্যুতে আচমকা শোকের ছায়া নেমে এসেছে বাম শিবিরে। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী এবং এক ছেলেকে রেখে গিয়েছেন।