sensex

মহানগর ডেস্ক: ভয়াবহ পতন শেয়ার বাজারে। মুম্বই শেয়ার সূচক সেনসেক্স নামল প্রায় ২০০০ পয়েন্টে। তাল মিলিয়ে প্রায় ৫৭০ পয়েন্ট পতন নিফটিতেও। শতাংশের হিসবে ২ সূচকেই প্রায় ৩.৮ শতাংশ। করোনা পরবর্তী পরিস্থিতিতে এক দিনে এত বড় পতন দেখেনি শেয়ার বাজার। আমেরিকায় ‘ট্রেজারি ইল্ড’-এের উপর সুদ বৃদ্ধির জেরে সারা বিশ্বের বাজারই নিম্নমুখী। তার প্রভাব পড়েছে ভারতের বাজারেও।

শুক্রবার খোলার সময় থেকেই নিম্নমুখী শেয়ার বাজার। বৃহস্পতিবারের চেয়ে ৭৮০ পয়েন্টেরও বেশি নীচে নেমে সেনসেক্স খোলে ৫০,২৫৬.৭১ পয়েন্টে। দিনের মধ্যে সবেচেয়ে নীচে নেমেছে ৪৮,৮৯০.৪৮-তে। সর্বনিম্ন পতন ২১৪৮.৮৩ পয়েন্ট। একই অবস্থা নিফটিরও। সর্বনিম্ন পতন ৬২৯.৬ পয়েন্ট। দিনের শেষে সেনসেক্স বন্ধ হয়েছে ৪৯,০৯৯.৯৯-তে, পতন ১৯৩৯.৩২ পয়েন্টে। নিফটি বন্ধ হয়েছে ১৪,৫২৯.১৫-তে। সেনসেক্স নেমেছে ৩.৮ শতাংশ, নিফটি ৩.৭৬ শতাংশ।

করোনার পর থেকেই আমেরিকায় ‘ট্রেজারি ইল্ড’-এর উপর সুদের হার বাড়ছে। বৃহস্পতিবার সেই হার আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয় জো বাইডেন সরকার। সরকার যে বাজারে বন্ড ছেড়ে টাকার যোগান বাড়ায়, সেই বন্ডের উপর সুদকেই ‘ট্রেজারি ইল্ড’ বলা যায়। এই ট্রেজারি ইল্ড-এর সুদের হার বৃদ্ধি পাওয়ার জেরে লগ্নিকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তার প্রভাব পড়ে এশিয়া-সহ গোটা বিশ্বের শেয়ার বাজারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here