নিজস্ব প্রতিবেদক, ইংরেজবাজার: শনিবার সাত সকালে জাতীয় সড়কের ওপর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল একটি যাত্রীবাহী বাস ও পণ্যবোঝাই ট্রলারের মধ্যে। ঘটনাস্থল মালদা জেলার সদর মহকুমার ইংরেজবাজার থানার যদুপুর এলাকা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এদিন সকাল ৬টা নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর শিলিগুড়িগামী যাত্রীবাহী লাক্সারি বাসটির সঙ্গে উল্টো দিক থেকে আসা ট্রলারের মুখোমুখি সংঘর্ষ বাধে। ঘটনার সময় এলাকায় ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টিও হচ্ছিল। সংঘর্ষের তীব্রতায় বাসটি রাস্তার ধারে থাকা ট্রান্সফর্মারে ধাক্কা মেরে উল্টে যায়। তাতেই বাসে থাকা জনা পঞ্চাশ যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দারাই দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ঘটনার পরই ট্রলারের চালক ও খালাসি পলাতক। ট্রান্সফর্মারে বাসের ধাক্কার জেরে এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা যায়। বিস্তীর্ন এলাকা কার্যত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।