Home Latest News ‘সঞ্জু’-তে একজন ৩০০ মহিলার সঙ্গে শুয়েছিল, প্রশ্ন তোলা হয় নি কেন: শাহিদ কাপুর

‘সঞ্জু’-তে একজন ৩০০ মহিলার সঙ্গে শুয়েছিল, প্রশ্ন তোলা হয় নি কেন: শাহিদ কাপুর

0
‘সঞ্জু’-তে একজন ৩০০ মহিলার সঙ্গে শুয়েছিল, প্রশ্ন তোলা হয় নি কেন: শাহিদ কাপুর
Parul

মহানগর ওয়েবডেস্ক: ছবি মুক্তি পরেও ‘কবীর সিং’ নিয়ে বিতর্ক থামে নি। প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করলেও শাহিদকে গালমন্দ শুনতে হচ্ছে। যদিও হাজার সমালোচনা স্তত্বেও তা প্রাপ্তি বলে জানিয়েছেন শাহিদ কাপুর। তিনি বলেন, ‘কবীর সিং’ নিয়ে এত সমস্যা কেন বুঝতে পারছি না। ওটা একটা কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনও মিল নেই। তবে যা সমস্যা ছিল তা কবীরের। ছবির সঙ্গে কেন গোলানো হচ্ছে বুঝতে পারছি না। এরকম অনেক ছবি আছে যা নিয়ে কথা তো দূর বিতর্কও হয় না। কেন ‘কবীর সিং’-কে নিশানা? শাহিদ বলেন, ‘কবীর সিং’-এর মতো ‘সঞ্জু’-তেও অনেক কিছু দেখানো হয়েছে সেগুলি নিয়ে কোনও কথা হচ্ছে না। যেখানে একজন তাঁর বউয়ের সামনে স্বীকার করে যে, সে ৩০০টি মেয়ের সঙ্গে রাত কাটিয়েছে। এর মানে কী বুঝব? কেউ এই নিয়ে প্রশ্ন করেননি? শুধু ‘কবীর সিং’ নিয়েই বলা হয়েছে।

kolkata bengali news

শাহিদ বলেন, এমন নয় যে আমার ‘সঞ্জু’ পছন্দ হয়নি। বেশ মজার সঙ্গে দেখেছিলাম। মানুষ কীভাবে দেখতে তার ওপর বিচার করে দেখতে যাব না। আমি দেখব চরিত্রটা কেমন ছিল। অনেকের ভালো লাগবে আবার অনেকে খারাপ বলবেন। অনেকেই ‘কবীর সিং’ দেখে প্রশংসা করেছেন এবং আমায় বলেছেন, ছবিটা যেমন ছিল তেমনই তারা দেখতে পছন্দ করেছে। আমরা প্রথম থেকেই এই বিষয় নিয়ে সত্য কথা বলে গেছি যে এটা একটা কাল্পনিক। এর ওপর ভিত্তি করে কোনও কিছু ভাবার দরকার নেই। শুধু আনন্দ দেওয়ার জন্য ছবি। অনেকে আমাদের ছবি দেখে আনন্দিত হয়েছেন আবার কেউ নিজের মত প্রকাশ করেছেন। তবে ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার মন্তব্য নিয়েও কম কথা হয়নি। পরিচালকের মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছিল। সন্দীপ বলেন, কোনও একটা সম্পর্কে যদি ঝগড়া, অভিমান এবং একে অপরকে চড় মারার অধিকার না থাকে তাহলে সেখানে কোনও অনুভূতি থাকে না।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here