shahid kapoor news

Highlights

  • আমার চিন্তা করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, বললেন শাহিদ
  • শীঘ্রই সেরে উঠব
  • শাহিদের ঠোঁটে ১৩টি সেলাই পড়েছে

 

মহানগর ওয়েবডেস্ক: গতকাল শ্যুটিং ফ্লোরে গুরুতর আহত হন শাহিদ কাপুর। এক প্রত্যক্ষদর্শীর মতে, শাহিদ ব্যাট করছিলেন। আর আচমকাই বোলারের বল তাঁর মুখে এসে লাগে এবং ঠোঁট ফেটে যায়। ঘটনার পরই তাঁকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শাহিদের ঠোঁটে ১৩টি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। তবে এই বিষয়ে অভিনেতা বললেন,’খানিকটা রক্ত বেরিয়েছে।তবে ছবির জন্য এটাও মেনে নিলাম। রবিবার সকালে ফ্যানেদের জানালেন এই কথা।

সোশ্যাল মিডিয়ায় শাহিদ বললেন, ‘আমার চিন্তা করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেলাই পড়েছে কিন্তু দ্রুত সেরে উঠব। সামান্য রক্ত ঝরেছে ঠিকই, কিন্তু ছবির স্ক্রিপ্টের জন্য এটাও মেনে নিতে রাজি। সবাই ভাল থেকো।ঘৃণা নয়, ভালবাসা ছড়াও।’

kolkata bengali news

বেশ কিছুদিন ধরেই তিনি মাঠে শ্যুটিং করছিলেন। মোহালির ক্রিকেট মাঠে এই দুর্ঘটনা ঘটে অভিনেতার সঙ্গে। এই খবর পেয়েই চণ্ডীগড়ে পৌঁছে যান শাহিদের স্ত্রী মীরা রাজপুত। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘খুবই ভালো আছেন শাহিদ। কিন্তু আঘাতটা গুরুতর, ঠোঁটের ভিতর কেটে গিয়েছে বেশ খানিকটা। যার জন্য ১৩টা সেলাই পড়েছে শাহিদের। তাই আমি দ্রুত পৌঁছে গিয়েছি মোহালিতে। কিন্তু চিন্তার কোনও কারণ নেই আপনাদের। খুব শীঘ্রই শ্যুটিং ফ্লোরে ফিরবেন তিনি।’

দক্ষিণের জনপ্রিয় সিনেমা ‘জার্সি’ হিন্দি রিমেক হল এই সিনেমা। যেখানে শাহিদকে দেখা যাবে একজন ক্রিকেট খেলোয়াড়ের ভূমিকায় অভিনয় করতে। সিনেমার গল্পটি হল, একজন ক্রিকেটার যিনি ব্যক্তিগত ও নিজের খেলার জগৎ-এ ব্যর্থ। যার জন্য খেলা ছেড়ে দেন তিনি। এদিকে নিজের সন্তানের ইচ্ছায় ফের একবার খেলার ময়দানে ফিরে আসেন তিনি। শাহিদ ছাড়াও এই সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে ম্রুণাল ঠাকুর ও পঙ্কজ কাপুরকে।২০২০-র ২৮ অগস্ট মুক্তি পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here