kolkata news

মহানগর ডেস্ক: প্রয়াত কবি শঙ্খ ঘোষ। করোনায় সংক্রমিত হয়ে আজ, বুধবার বেলা ১১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিশিষ্ট এই কবির প্রয়াণের সঙ্গে সঙ্গে শেষ হল বাংলা সাহিত্যের একটা যুগের। কবির মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন বিশিষ্টজনেরা। শোকবার্তা প্রেরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

শোকবার্তায় প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, ‘বাংলা ও ভারতীয় সাহিত্যে তাঁর অবদানের জন্যে শঙ্খ ঘোষ স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর রচনা বহুপঠিত এবং শ্রদ্ধেয়। তাঁর মৃত্যুতে শোকাভিভূত। তাঁর পরিবার ও স্বজনদের জানাই সমবেদনা। ওঁ শান্তি।’

মুখ্যমন্ত্রী শোকবার্তায় লিখেছেন, ‘বিশিষ্ট কবি, সাহিত্য সমালোচক ও রবীন্দ্র বিশেষজ্ঞ শঙ্খ ঘোষের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে কলকাতায় নিজ বাসভবনে প্রয়াত হন। বয়স হয়েছিল ৮৯ বছর।’

স্বরাষ্ট্রমন্ত্রী টুইট করে লিখেছেন, ‘প্রখ্যাত বাঙালি কবি ও সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত শ্রী শঙ্খ ঘোষ মহাশয়ের মৃত্যু সংবাদে আমি মর্মাহত। তিনি সর্বদা আমাদের হৃদয়ে গ্রথিত থাকবেন তাঁর অসামান্য কবিতার জন্য যেখানে সামাজিক চিত্রকে গভীরভাবে অঙ্কন করেছেন। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার গভীর সমবেদনা রইল।ওম শান্তি।’

 শোকবার্তা পাঠিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। টুইটে তিনি লিখেছেন,’ কোভিডের কারণে ৮৯ বছর বয়সে এই কিংবদন্তি বাঙালি কবি সাহিত্য একাডেমি এবং পদ্মভূষণ পুরস্কার বিজয়ী শঙ্খ ঘোষের মৃত্যুতে গভীর শোকহত। বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি।’

শোকজ্ঞাপণ করেছেন বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডাও। টুইটে তিনি লিখেছেন,’ পদ্মভূষণ সম্মান, সাহিত্য অকাদেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, সরস্বতী সম্মান ও জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত বাংলার বিখ্যাত কবি শঙ্খ ঘোষের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। ওঁর আত্মার চির শান্তি কামনা করি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here