মহানগর ওয়েবডেস্ক : অভিনেতা, প্রযোজক, ব্যবসায়ী – এতগুলো ট্যাগ এখন শাহরুখের কাঁধে পড়েছে। এরই সঙ্গে একজন ‘গুড’ ফ্যামিলি ম্যান কিং খান। তবে লকডাউন জুড়ে একটি নতুন ভূমিকায় ধরা দিয়েছিলেন শাহরুখ খান। একজন পারফেক্ট ঘরোয়া রাঁধুনি।
শুনতে অবাক লাগলেও এটাই ছিল কিং খানের গোটা লকডাউনে কাজ। সেই রহস্য এদিন ফাঁস করেছেন গৌরী খান। এক সাক্ষাৎকারে গৌরী তাদের লকডাউন কাটানোর অভিজ্ঞতা শেয়ার করছিলেন। সেখানেই তিনি জানান, ‘ লকডাউনের সময় আমরা প্রথম দিকটাতে তো বাইরের খাবার অর্ডার দিতেও ভয় পাচ্ছিলাম। তাই বাড়িতেই রান্না করেছিলেন শাহরুখ নিজে এবং আমরা সবাই মিলে সেই খাবার এনজয় করেছি। ও ভালোবাসে রান্না করতে, আর আমি খেতেই বেশি ভালোবাসি। ‘
শাহরুখ ফ্যানেদের কাছে এটা একটি বড় পাওনা, তাদের প্রিয় অভিনেতার একটি নতুন গুণ জানতে পারার জন্য আপ্লুত। তবে গোটা লকডাউন জুড়ে শাহরুখ ও গৌরির তিন সন্তানই অনলাইন ক্লাস নিয়ে ব্যস্ত ছিলেন। বাড়িতে পেল্লাই সিনেমা হল রয়েছে তাতে ওয়েব সিরিজ ও ছবি দেখেই দিন কাটাতেন সকলেই। এই বিষয়ে গৌরী বলেছেন, ‘ অনলাইন ক্লাস ব্যাপারটা খুবই চ্যালেঞ্জিং। খুব নতুন এটা শুরুর দিকে বাচ্চাদের জন্য খুব কঠিন ছিল..এই বয়সে। তবে ওরা খাপ খাইয়ে নিচ্ছে। আমরা সবাই একসঙ্গে অনেকটা সময় কাটাচ্ছি। ‘