news bengali

মহানগর ওয়েবডেস্ক: দীর্ঘদিনের বন্ধু, ইন্ডাষ্ট্রিতে একসঙ্গেই কাজ করেছেন দুই তারকা। রুপোলি পর্দায় ছবিও করেছেন একসঙ্গে। ইরফানের মৃত্যুতে গভীর শোকবার্তা জ্ঞাপন করেছেন বলিউডের বাদশা শাহরুখ খান। এদিন ইনস্টাগ্রামে বাদশা লিখেছেন, “আমার বন্ধু, অনুপ্রেরণা এবং আমাদের সময়ের অন্যতম সেরা অভিনেতা। আল্লাহ তোমার আত্মার শান্তি দিক ইরফান ভাই। তোমাকে খুবই মিস করব, তুমি আমাদের জীবনের অন্যতম অংশ ছিলে।’ এরপর হিন্দিতে কবিতার দুটি লাইন তুলে বাদশা লেখেন, ‘প্যায়মানা কহে হ্যায় কোহি, ম্যায়খানা কহে হে, দুনিয়া তেরি আঁখো কো ভি ,কেয়া কেয়া না কহে হ্যায়।’

‘বিল্লু বারবার’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল ইরফান ও শাহরুখকে। তারপরেই একে অপরের ভালো বন্ধু হয়ে ওঠেন দুই তারকা।

গতকাল মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে কোলন ক্যানসার নিয়ে ভর্তি হন ইরফান খান। এদিন সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। বিগত কয়েকদিন ধরেই এই রোগে ভুগছিলেন ইরফান খান। সেই আভাস কিছুটা আগেই এক অডিও বার্তায় জানিয়েছিলেন অভিনেতা। তাঁর অকাল প্রয়াণে শোক স্তব্ধ গোটা বলিউড। শাহরুখ নিজেও আবেগতাড়িত হয়ে সোশ্যাল মিডিয়াতে এই বার্তা দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here