kolkata bengali news, emraan

মহানগর ওয়েবডেস্ক: শাহরুখ খান প্রযোজিত ‘বার্ড অব ব্লাড’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। এই ওয়েব সিরিজটি আগামী ২৭ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে দেখানো হবে। সিরিজটিতে মোট ৭টি পর্ব রয়েছে। এই ওয়েব সিরিজে ইমরানকে গুপ্তচরের ভূমিকায় দেখা যেতে চলেছে।  ইমরানের প্রশংসায় পঞ্চমুখ হলেন খোদ প্রযোজক। শাহরুখ বললেন, ‘ইমরান একজন অসাধারণ অভিনেতা এবং তিনি তাঁর অভিনয় পছন্দ করেন। ইমরানের মধ্যে কিছু পরিবর্তন করতে চেয়েছিলেন যা তিনি সফল হয়েছেন।’ আসলে বলিউডে ইমরান হাশমি ‘সিরিয়াল কিসার’ বলে পরিচিত। অভিনেতার কোনও না কোনও ছবিতে চুম্বনের দৃশ্য থাকে। অনেকেই আবার তাঁকে মজার ছলে ‘চুম্বন দেবতা’ বলেন। যদিও কোনওটাতেই আপত্তি করেন না অভিনেতা। তবে ইমরানের এই ইমেজকেই বদল করতে চান শাহরুখ। সম্প্রতি এক সাক্ষাতকারে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন তিনি।

শাহরুখ বলেন, ‘সাধারণত আমরা এই বিষয় নিয়ে ঠাট্টা করছিলাম যে কীভাব ইমরান ‘সিরিয়াল কিসার’ থেকে ‘সিরিয়াস কিকার’-এ নিজের চরিত্র পরিবর্তন করতে চলেছে। ইমরান একজন শক্ত মনের মানুষ। কবীর আনন্দের চরিত্রটি হল এমন একজন যার মুখ দেখে আপনি বুঝতে পারবেন না যে, সে কতটা শক্ত কিন্তু হ্যাঁ তার মধ্যে এমন একটা মাচো ব্যাক্তিত্ব থাকা দরকার যা তার শারীরিক ক্ষমতার জন্য নিখুঁত হবে। এবং একজন অ্যাকশন হিরোর মধ্যে এই গুণগুলো থাকবে যেমনটা হচ্ছে ইমরান। নিজের জোন থেকে বেরিয়ে এসে অন্য একটি জোনে অভিনয় করা এবং দেখে মনে হবে সেটাতে তিনি পারদর্শী।’ যদিও এই প্রথমবার শাহরুখের প্রোজেক্টে কাজ করছেন অভিনেতা। তবে ‘বার্ড অব ব্লাড’-এর ট্রেলারে ইমরানের অসাধারণ অভিনয়ের ঝলক দেখতে পেয়েছেন তাঁর অনুরাগীরা। এমনকি নেটিজেনদের কাছ থেকেও ভূয়সী প্রশংসা অর্জন করেছেন তিনি। তবে বিতর্কের দানা বাঁধে যখন পাক সেনা আধিকারিক আসিফ গাফুর এই ওয়েব সিরিজটিকে কাশ্মীরি বিরোধী বলে মন্তব্য করেন। এমনকি পাক সেনা আধিকারিকের রোষের মুখে পড়তে হয় শাহরুখ, ইমরানকে। যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি প্রযোজক এবং অভিনেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here