cricket news

Highlights

  •  নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেল ভারতীয় দল
  • কাঁধের চোটের জন্য টি২০ সিরিজ থেকে ছিটকে গেলেন ওপেনার শিখর ধাওয়ান
  • এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও খেলেননি ধাওয়ান

মহানগর ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেল ভারতীয় দল। কাঁধের চোটের জন্য কিউয়িদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ থেকে ছিটকে গেলেন ওপেনার শিখর ধাওয়ান। রবিবার বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে মাঠ থেকে হাসপাতালে স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়। সেই কারণে ওই ম্যাচে আর ব্যাটও করেননি তিনি।

তৃতীয় ম্যাচে চোট পাওয়ার আগেই অবশ্য দ্বিতীয় ম্যাচে চোট পেয়েছিলেন ধাওয়ান। ওই ম্যাচে ব্যাটিংয়ের সময় প্যাট কামিন্সের বাউন্সার তাঁর পাঁজরে লাগে। মাঠেই শুশ্রূষা নিলেও ব্যাথা নিয়েই ব্যাট করেছিলেন। সেই ম্যাচে ৯৬ রান করেছিলেন তিনি।

উল্লেখ্য, এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও খেলেননি ধাওয়ান। মুস্তাক আলিতে দিল্লির হয়ে ফিল্ডিং করার সময় বাম হাঁটুতে চোট পান তিনি। অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। এই অস্ট্রেলিয়া সিরিজের মধ্যে দিয়েই কামব্যাক করেন তিনি। প্রথম দুই ম্যাচে ভারতের হয়ে সবচেয়ে বেশি রানও করেছিলেন তিনি। এর পাশাপাশি, বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচেও আঙুলে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ‘গব্বর’।

অন্যদিকে, নিউজিল্যান্ড সিরিজের আগে বেশ সতর্ক বিরাট কোহলি। রবিবার তিনি জানান, ‘আমরা যদি প্রথমে ব্যাট করি আর কম রান করি। তাহলেও আমরা যাতে সেই স্কোর ডিফেন্ড করতে পারি, সেইদিকে আমাদের নজর দিতে হবে। খেলার সময় পরিবেশ সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। আমরা বিদেশে গিয়ে খেলব, তাই আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। একটা বা দুটো ম্যাচ ভাল খেলার পর আমাদের থেমে গেলে হবে না।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here