Shoaib Akhtar vs Wasim Akram Engage In Banter On Twitter
আক্রম বনাম আখতার, টুইটারে তিনদিন ধরে চলল লড়াই

মহানগর ওয়েবডেস্ক: ১২-১৪ মার্চ, তিনদিন ধরে টুইটারে ব্যঙ্গাত্মক লড়াই চলল ওয়াসিম আক্রম ও শোয়েব আখতারের৷ ঘটনার সূত্রপাত প্রাক্তন পাক কিংবদন্তি ফাস্টবোলার আক্রমের স্মৃতিচারণ থেকে৷

শোয়েব আখতারের সঙ্গে দেশের হয়ে ওয়ানডে খেলার একটি ছবি শেয়ার করেছিলেন ‘সুলতান অফ সুইং’৷ আক্রম লেখেন, “গর্বের সঙ্গে পাকিস্তানের জার্সি গায়ে চাপিয়েছি৷ দেশের হয়ে খেলার এটা অন্যতম সেরা বিষয়৷ আমার পরা এটাই সেরা ওয়ানডে কিট৷ এখানে আমাদেরে দেশের রঙ, ভাষা ও পতাকার আদর্শ প্রতিফলন ছিল৷” আখতার তাঁর এই টুইটে ট্যাগ করেছিলেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসে৷

এই টুইট দেখার পরেই আক্রমের উদ্দেশে আখতার লেখেন, “ছবি দেখে মনে হচ্ছে আমি খুব বকা খাচ্ছিলাম৷ এবার তাহেল বলই দাও তখন কী বলছিলে আমায়?” এরপর ফের আক্রম লেখেন, “আমি সম্ভবত বলছিলাম, একদম সোজাসুজি বল করার কী সম্ভাবনা আছে!”

এরপর আখতার নিজেই বলেন, “আক্রম ভাই এসব বাদ দাও৷ তোমার ক্যাপ্টেনসিতে খেলা সম্ভবত সবচেয়ে নিখুঁত বোলার ছিলাম আমি৷” একসময় আক্রম-আখতার ও ওয়াকার ইউনিসের ত্রিফলা শুধু এশিয়াতেই নয়, সারা বিশ্বে ত্রাসের সঞ্চার করেছিল৷ এই বোলিং লাইন-আপের বিরুদ্ধে খেলতে প্রতিপক্ষের বুক কেঁপে যেত৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here