মহানগর ওয়েবডেস্ক: ১২-১৪ মার্চ, তিনদিন ধরে টুইটারে ব্যঙ্গাত্মক লড়াই চলল ওয়াসিম আক্রম ও শোয়েব আখতারের৷ ঘটনার সূত্রপাত প্রাক্তন পাক কিংবদন্তি ফাস্টবোলার আক্রমের স্মৃতিচারণ থেকে৷
One of the best things about playing for Pakistan was proudly wearing my uniform, and this one had to be the best ODI kit I had ever worn. It was the perfect representation of our nations colours, language and flag and it also looked really cool 😎 @shoaib100mph pic.twitter.com/LdcsOYks0Y
— Wasim Akram (@wasimakramlive) March 12, 2020
শোয়েব আখতারের সঙ্গে দেশের হয়ে ওয়ানডে খেলার একটি ছবি শেয়ার করেছিলেন ‘সুলতান অফ সুইং’৷ আক্রম লেখেন, “গর্বের সঙ্গে পাকিস্তানের জার্সি গায়ে চাপিয়েছি৷ দেশের হয়ে খেলার এটা অন্যতম সেরা বিষয়৷ আমার পরা এটাই সেরা ওয়ানডে কিট৷ এখানে আমাদেরে দেশের রঙ, ভাষা ও পতাকার আদর্শ প্রতিফলন ছিল৷” আখতার তাঁর এই টুইটে ট্যাগ করেছিলেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসে৷
Payan lagta hai bahut ziada daant parr rahi rhi mujhe. Batayen phir kya keh rahay thay? @wasimakramlive https://t.co/ppNvy6BEiz
— Shoaib Akhtar (@shoaib100mph) March 12, 2020
এই টুইট দেখার পরেই আক্রমের উদ্দেশে আখতার লেখেন, “ছবি দেখে মনে হচ্ছে আমি খুব বকা খাচ্ছিলাম৷ এবার তাহেল বলই দাও তখন কী বলছিলে আমায়?” এরপর ফের আক্রম লেখেন, “আমি সম্ভবত বলছিলাম, একদম সোজাসুজি বল করার কী সম্ভাবনা আছে!”
I was probably saying any chance of bowling straight shabby 😄 https://t.co/GDZcyuLUlG
— Wasim Akram (@wasimakramlive) March 14, 2020
Janay dain @wasimakramlive bhai,
I was probably the most accurate bowler you captained. 😂 https://t.co/Mw0y9Use7A— Shoaib Akhtar (@shoaib100mph) March 15, 2020
এরপর আখতার নিজেই বলেন, “আক্রম ভাই এসব বাদ দাও৷ তোমার ক্যাপ্টেনসিতে খেলা সম্ভবত সবচেয়ে নিখুঁত বোলার ছিলাম আমি৷” একসময় আক্রম-আখতার ও ওয়াকার ইউনিসের ত্রিফলা শুধু এশিয়াতেই নয়, সারা বিশ্বে ত্রাসের সঞ্চার করেছিল৷ এই বোলিং লাইন-আপের বিরুদ্ধে খেলতে প্রতিপক্ষের বুক কেঁপে যেত৷