kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: বিশেষ মানুষের জন্মদিন সেলিব্রেট করতে একদমই ভুললেন না শ্রদ্ধা কাপুর। সোশ্যাল মিডিয়ায় সেই মানুষটির ছবি পোস্ট করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী। তবে শুভেচ্ছা বার্তা জানালেন মারাঠিতে। সেই ব্যক্তিটি আর কেউ নন, শ্রদ্ধার দেহরক্ষী অটুল কাম্বলে।অভিনেত্রী লেখেন, ‘আমার জীবনে বিশেষ মানুষকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। যেভাবে তুমি সুরক্ষিত রেখে চলেছে তার জন্য ধন্যবাদ অতুল। তোমার সব ইচ্ছে পূরণ হোক এটাই কামনা করি। ভাল থেকো।’

=তবে শ্রদ্ধার এই মিষ্টি পোস্ট দেখে সামলাতে পারেননি তাঁর সহ-অভিনেতা বরুণ ধাওয়ানও। সঙ্গে সঙ্গে অতুলকে শুভেচ্ছা জানালেন অভিনেতা। পাশাপাশি নেটিজেনরাও অভিনেত্রীর প্রশংসা করলেন। ‘ছিছোড়ে’ এবং ‘সাহো’ বক্স অফিসে ভাল ব্যবসা করেছে। এমনকি ‘ছিছোড়ে’ এখনও ভালো ব্যবসা করে চলেছে।

তবে খুব শীঘ্রই শ্রদ্ধাকে দেখা যাবে ‘স্ট্রিট ডান্সার’-এ। সঙ্গে আছেন বরুণ ধাওয়ান, নোরা ফাতেহি। মুক্তি পাবে ২০২০-তে। পরিচালনা করছেন রেমো ডি’সুজা। অন্যদিকে ‘বাঘি ৩’ এবং ‘রুহি আফজা’-তেও দেখা যাবে অভিনেত্রীকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here