indian cricket news

মহানগর ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে চার নম্বরে ব্যাট করা উচিত শ্রেয়স আইয়ারের। এমনটাই মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন জাতীয় কোচ অনিল কুম্বলে। পাশাপাশি আসন্ন সিরিজ ভারতীয় বোলারদের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে বলেও মনে করেন তিনি।

সম্প্রতি খেলা সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে কুম্বলে বলেন,

‘শিখর ধাওয়ান এই সিরিজে খেলবে না। ফলে ফের একবার লোকেশ রাহুলের কাছে ওপেনার হিসেবে নিজেকে প্রমাণ করার ফের সুযোগ রয়েছে। শেষ কিছু সময়ে শ্রেয়স আইয়ারও খুব ভাল পারফর্ম করছে। আমার মতে চার নম্বরে ওরই ব্যাট করা উচিত।’

সদ্য সমাপ্ত টি২০ সিরিজ ভারত ২-১ ব্যবধানে জিতে নিয়েছিল। আগামী রবিবার থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও শুরু হবে। আর এই সিরিজ ভারতীয় বোলারদের কাছে চ্যালেঞ্জিং হতে চলেছে বলে মত ‘জাম্বো’র।

‘ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ওয়ানডে সিরিজ বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। ওদের দলে পাওয়ার হিটার আছে বেশ কয়েকজন। ফলে ভারতীয় বোলারদের পক্ষে কাজটা খুব একটা সহজ হবে না। তাই আমি আশা করি ভারতীয় বোলাররা খুব ভাল ভাবেই পারফর্ম করবে। তবে পিচ ব্যাটিং সহায়ক হতে চলেছে বলে বোলারদের পক্ষে কাজটা বেশ শক্ত হবে’, বলেন অনিল কুম্বলে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here