ডেস্ক: সময়টা এখন ভালো যাচ্ছে না সিদ্ধার্থ মালহোত্রার। সম্পর্কের টানাপোড়েন কিংবা ফ্লপ সিনেমা তাঁর পিছুই ছাড়ছে না। এবার শরীরের দিক থেকেও সেই বার্তা পেয়ে গিয়েছেন সিদ্ধার্থ। সূত্রের খবর, মিলাপ জাভেরির আগামী সিনেমা ‘মারজাভান’ শ্যুটিং করছিলেন সিদ্ধার্থ। মূলত মিলাপ অ্যাকশন ধর্মী সিনেমার পরিচালনাতেই অভ্যস্ত। তাঁর প্রথম মুক্তি প্রাপ্ত সিনেমা ‘সত্যমেন জয়তে’ বলিউডে ব্যাপক সাড়া পায়। বক্স অফিসেও ভালো ফল করে এই সিনেমাটি। তাঁর আগামী সিনেমা ‘মারজাভান’ ক্ষেত্রেও সেই ঘটনার অন্যথা হয়নি। এই সিনেমাতেও একাধিক অ্যাকশন দৃশ্যে অভিনয় করার কথা সিদ্ধার্থ মালহোত্রার। আর এই অ্যাকশন দৃশ্যতেই অভিনয় করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন সিদ্ধার্থ, এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর, গতকাল রাতে শ্যুটিং চলাকলীন বেশ কিছু স্টান্ট করার কথা ছিল সিদ্ধার্থের।
পুরো দৃশ্যটি তাঁর নিজের করার কথা ছিল কিন্তু সেই দৃশ্য শ্যুট করতে গিয়েই গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সিদ্ধার্থের হাতে গুরুতর চোট লেগেছে বলে জানা গিয়েছে। যদিও প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই সিনেমাতেই বামনের চরিত্রে অভিনয় করার কথা রীতেশ দেশমুখের। চলতি বছরের অক্টোবর মাসেই মুক্তি পাবে ‘মারজাভান’।