kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: দেশজুড়ে পালা করে চলছে বিজেপির সদস্যতা গ্রহণ কর্মসূচি। অন্যান্য রাজ্যের পাশাপাশি এবার বিজেপিতে যোগদান করলেন সিকিমের ১০ জন বিধায়ক। যাদের প্রত্যেকেই সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের। মঙ্গলবার দিল্লিতে বিজেপির মঞ্চে এসে যোগদান করেন সিকিমের এই দশ বিধায়ক। এদিন সভায় উপস্থিত ছিলেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা সহ বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব। তাদের হাত ধরেই গেরুয়া শিবিরে যোগ দেয় সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়করা।

এই মূহুর্তে দেশের উত্তর-পূর্ব প্রান্তের বেশিরভাগ রাজ্যেই ক্ষমতায় রয়েছে বিজেপি। উত্তরপূর্বে এক মাত্র রাজ্য সিকিম যেখানে পদ্মফুল এখনও ফোটেনি। দেশের উত্তরপূর্বে প্রান্তের বেশিরভাগ রাজ্যেই ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সঙ্গে গাঁটছড়া বেঁধে নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের জোট বানিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। যদিও সিকিমে এতদিন ধরে ক্ষমতায় ছিলেন সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সিকিমে এতদিন ধরে একচেটিয়া ক্ষমতায় চলে আসা পবন কুমার চামলিংয়ের সরকার রীতিমতো চাপের মুখে পড়েছে এই দলবদলের পর।

উল্লেখ্য, সিকিমে বিধানসভার ৩২টি আসনের মধ্যে ২০১৯-এর বিধানসভা ভোটে সিকিম ক্রান্তিকারি মোর্চা পায় ১৭টি আসন এবং সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট পায় ১৫টি আসন। সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট আদতে এনডিএ জোটেরই অংশ। এবার এসডিফ-এর ১০ জন সদস্য সরাসরি বিজেপিতে যোগদান করায় নতুন করে সেজে উঠছে সিকিমের গেরুয়া শিবির। যার জেরে সিকিম বিধানসভার ছবিটা কার্যত ১৭, ১০, ৫ নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স, বিজেপি, সিকিম সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here