নিজস্ব প্রতিবেদক, শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের বেকার যুবকদের জন্য নয়া উদ্যোগ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার থেকে থেকে বেকার যুবকদের নিয়ে মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে শুরু হল ড্রাইভিং প্রশিক্ষণ। শহরের ৬০ জন বেকার যুবকদের নিশুল্ক ড্রাইভিং প্রশিক্ষণ ও বেসিক মেকানিক্যাল প্রশিক্ষণ দেওয়া শুরু করে মেট্রোপলিটন পুলিশ। ওই ৬০ জন বেকার যুবককে মোট ৫টি বিভাগে ভাগ করে প্রশিক্ষণ দেওয়া হবে। ট্রেনিং শেষ হওয়ার পর তাদের সরাসরি নিয়োগ করা হবে ড্রাইভার কনস্টেবলের অ্যাসিস্ট্যান্ট হিসাবে। এরা থাকবে পুলিশের রিসার্ভ ড্রাইভার পদে।
এদিনের এই প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিপি হেডকোয়ার্টার সুদ্বীপ সরকার ও এসিপি হেডকোয়ার্টার মৌমিতা কর্মকার। প্রশিক্ষণপ্রাপ্ত এক বেকার যুবক পুরুষোত্তম গুরুং জানায়, পুলিশের পক্ষে তাদের এই নিশুল্ক ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়ার জন্য তারা খুবই উপকৃত। তারা আশাবাদী যে, এই ড্রাইভিং ট্রেনিং ভবিষ্যতে তাদের খুবই উপকারে আসবে।