ডেস্ক: বিখ্যাত প্লে-ব্যাক সিঙ্গার উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণকে সোমবার গ্রেপ্তার করল মুম্বই পুলিশ। মুম্বইয়ের অন্ধেরিতে তাঁর গাড়ি একটি অটোরিকশাকে ধাক্কা মারার অভিযোগে আদিত্যকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ।
পুলিশ সূত্রের খবর, সোমবার দুপুরে লোখন্ডওয়ালা ব্যাক ড়োডের একটি অটো রিকশাতে ধাক্কা মারে একটি মার্সিডিজ গাড়ি। এই ঘটনায় জখম হন অটোরিকশার চালক সহ এক যাত্রী। ঘটনার পর ওই দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেন আদিত্য। এরপর আহত মহিলা আদিত্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। লাগামহীন ভাবে গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় বছর ত্রিশের ওই মার্সিডিজ গাড়ির চালক আদিত্যকে। পরে জানা যায়, ওই গাড়ির চালক আদিত্য নারায়ণ বিখ্যাত গায়ক উদিত নারায়ণের পুত্র।
কিন্তু ততক্ষণে তাঁর বিরুদ্ধে ২৭৯ ও ৩৩৮ ধারায় পুলিশ দায়ের করেছে মুম্বই পুলিশ। যদিও জামিন যোগ্য ধারায় এই অভিযোগ দায়ের হওয়ার জন্য জামিন পেয়ে যান আদিত্য নারায়ণ।